বিগ বি-র শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‌রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। গতকাল রাতে অমিতাভ বচ্চন প্রথমে নিজের কোভিড-১৯ রিপোর্টের কথা প্রকাশ্যে আনেন। সোশ্যাল সাইটে তিনি ট্যুইট করে জানান, “আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার কারণে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার পরিবারের সকল সদস্য ও কর্মীদেরকেও কোভিড টেস্ট করানো হয়েছে। তবে এখন অবধি তাদের কোনো রিপোর্ট আসেনি।”

Advertisements

Advertisements

এর পাশাপাশি অমিতাভ বচ্চন তাঁর ট্যুইটে জানিয়েছিলেন, “বিগত দশ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারাও যেন অতি অবশ্যই কোভিড টেস্ট করিয়ে নেন।”

Advertisements

সেই মুহূর্তে অমিতাভ বচ্চনের করোনাতে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কোন সংবাদই পাওয়া যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর অভিষেক বচ্চন একটি ট্যুইট করলে মোটামুটি আঁচ করা গিয়েছিল যে বাবা ছেলে উভয়ের শরীরেই উপসর্গ খুব একটা ভয়ঙ্কর নয়। তবে রবিবার সকালে নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ অমিতাভ বচ্চনের শরীরের অবস্থা খোলসা করে বলার পর একটা স্বস্তির নিঃশ্বাস বয়ে গেলো। এদিন সকালে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, অমিতাভ বচ্চনের অবস্থা ভালোই আছে, সামান্য কিছু উপসর্গ ছাড়া তেমন কোনো অসুবিধা নেই আমিতাভ বচ্চনের মধ্যে।

অবশ্য গতকালই অভিষেক বচ্চন একটি ট্যুইটে জানান, তিনি ও তার বাবা দুজনেই হাসপাতালে ভর্তি, তবে তাদের মধ্যে দেখা দেওয়া উপসর্গ অতটাও ভয়ঙ্কর নয়। তিনি মানুষজনকে অনুরোধ করেন তারা যেন প্যানিক না ছড়ান।

এর সাথে সাথে অভিষেক বচ্চন আরও বলেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা ও করোনা টেস্ট করছেন।

তবে এই কঠিন সংকটের মধ্যেও একটি আশার আলো এটাই যে বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের (জয়া বচ্চন, ঐশ্বর্য ও আরাধ্যার) রিপোর্ট নেগেটিভ। এমনকি এখনও অবধি কোন কর্মীর রিপোর্টও পজেটিভ আসেনি।

অমিতাভ বচ্চনের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকও জানিয়েছেন, “কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন অমিতাভ বচ্চন, এরপর শনিবার সন্ধ্যায় তাঁর কোভিড টেস্ট করানো হয়, এতে রিপোর্টে হয় পজেটিভ। তবে মৃদু কয়েকটি উপসর্গ ছাড়া এই মুহূর্তে আর সেরকম কোন সমস্যা নেই বিগ বি-র শরীরে। স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন তিনি, তবে অমিতাভের শরীরে থাকা অন্যান্য সকল শারীরিক অসুস্থতার জন্যই অমিতাভকে অত্যন্ত যত্নের সাথে রাখা হয়েছে।”

গতকাল রাত্রে বিগ বি ও অভিষেকের করোনায় সংক্রমিত হওয়ার খবর পেয়ে বলিউডে স্বাভাবিকভাবেই করোনাতঙ্ক ছড়িয়েছে। প্রিয় অভিনেতাদের অসুস্থতার খবর পেয়ে সাধারন মানুষ ও উদ্বিগ্ন, তবে আজ সকালে বিগবির শরীরের স্থিতিশীল অবস্থা জানতে পারার পর আতঙ্কের রেশ একটু হলেও কেটেছে। তবে এই মুহূর্তে প্রত্যেকেরই একটি কামনা এই অসুখকে হারিয়ে আবার ও পুরোনো ছন্দে ফিরে আসুন বচ্চন পরিবার, সুস্থ হয়ে উঠুন বিগ বি ও জুনিয়র বচ্চন।

Advertisements