Advertisements

বদলে যাচ্ছে Big Bazaar, এই নতুন নাম রাখতে চলেছে সংস্থা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহেই দেশের অন্যতম জনপ্রিয় রিটেল স্টোর বিগ বাজারের রাশ নিজেদের হাতে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স। ফিউচার গ্রুপের এই রিটেল স্টোর আম্বানির সংস্থার হাতে আসার পাশাপাশি এর নামও নাকি পরিবর্তন হচ্ছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

বিগ বাজারের নিজেদের হাতে নেওয়ার জন্য ফিউচার গ্রুপের সঙ্গে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ২৪৭১৩ কোটি টাকার চুক্তি হয়েছে। ফিউচার গ্রুপের এই সকল স্টোরগুলি লোকসানের মধ্যে দিয়ে চলার কারণে বাড়ি ভাড়া দেওয়া সংক্রান্ত সমস্যায় পড়ে ফিউচার গ্রুপ। এর পরেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সকল স্টোরগুলি নিজেদের হাতে নেওয়ার জন্য ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

Advertisements

চুক্তি কয়েক মাস আগে হলেও অ্যামাজনের সঙ্গে আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে এই হস্তান্তর আটকে ছিল। তবে গত সপ্তাহে রিলায়েন্স আগ্রাসী মনোভাব নিয়ে চুক্তিপত্র সংশোধন করে নিজেদের নামে করে এই বিগবাজার। যুক্তি হিসেবে ভাড়া না মেটাতে পারার কথায় বলা হয়েছে।

Advertisements

বর্তমানে যে সমস্ত বিগ বাজার রিটেল স্টোর রয়েছে সেই সকল বিগবাজার রিটেল স্টোরের হস্তান্তরের পাশাপাশি আমূল পরিবর্তন যেমন হতে চলেছে, ঠিক তেমনই এই সকল স্টোরের নাম পরিবর্তন করে করা হবে স্মার্ট বাজার। রিলায়েন্স ট্রেন্ডস, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ফ্রেশের মত রিটেল দোকানও চালিয়ে থাকে মুকেশ আম্বানির সংস্থা। এবার এই তালিকায় নতুন সংযোজন স্মার্ট বাজার। বিগ বাজারের মতোই এই স্মার্ট বাজারে খুচরো জিনিসপত্র বেচাকেনা হবে।

দেশের ৯৫০টি জায়গায় স্মার্ট বাজার খুলতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। চলতি মাসেই ১০০টি জায়গায় এই স্মার্ট বাজার স্টোর খুলে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রিলায়েন্স অথবা ফিউচার গ্রুপ কোন সংস্থায় স্পষ্ট করে কোনো বিবৃতি জারি করেনি।

Advertisements