Lakshadweep Tour Packages offer: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়! লাক্ষাদ্বীপ ভ্রমণে বড় অফার নিয়ে হাজির এই সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মালদ্বীপ (Maldives) না লাক্ষাদ্বীপ (Lakshadweep), এই বিতর্কের মাঝে ভারতীয়দের আবেগের কাছে হার মানছে মালদ্বীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান আর ভারত সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্যের আগে পর্যন্ত মালদ্বীপ ছিল জনপ্রিয় একটি ভ্রমণের জায়গা। তবে এখন তা অতীত, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ বিতর্ক তৈরি হতেই শত শত হোটেল বুকিং বাতিল হচ্ছে মালদ্বীপে, বাতিল হচ্ছে ফ্লাইটের টিকিট।

Advertisements

এদিকে মালদ্বীপের ক্ষেত্রে যে ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, ঠিক তার উল্টোটা ঘটছে লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপ নিয়ে নেট দুনিয়ায় প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে সার্চ, শুধু সার্চ নয়, পাশাপাশি এই ঘটনার পর শত শত পর্যটকরা লাক্ষাদ্বীপে পা রাখছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন। মালদ্বীপ-লাক্ষাদ্বীপ বিতর্কের মাঝে আবার বহু সংস্থা দেশের পাশে দাঁড়িয়ে লাক্ষাদ্বীপকে প্রমোট করার কাজও করছে।

Advertisements

ইজ মাই ট্রিপ (ease my trip) নামে একটি সংস্থা এই বিতর্কে দেশের পাশে দাঁড়িয়ে মালদ্বীপ ভ্রমণের জন্য তাদের সমস্ত পর্যটকদের টিকিট বাতিল করে দেয়। এসবের মধ্যেই এবার মেক মাই ট্রিপ (Make my trip) লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য পর্যটকদের সামনে বড় অফার নিয়ে হাজির হলো। তাদের তরফ থেকে এমন অফার দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন জনপ্রতি ভ্রমণের ক্ষেত্রে।

Advertisements

আরও পড়ুন ? Lakshadweep History: ভারতের বদলে পাকিস্তানে চলে যেত লাক্ষাদ্বীপ, এইভাবে আটকে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল

ইতিমধ্যেই এই সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে বিভিন্ন লাক্ষাদ্বীপ ট্যুর প্ল্যানের ক্ষেত্রে এইসব ছাড়ের বিষয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে। এমনিতেই এমন বিতর্কের মাঝে লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অনেক পর্যটক লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, আর ঠিক সেই সময় মেক মাই ট্রিপ সংস্থার এমন অফার পর্যটকদের কাছে পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে।

Make my trip তাদের ওয়েবসাইটে লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য যেসব অফার নিয়ে হাজির হয়েছে সেগুলিতে দেখা যাচ্ছে, ৩ রাত, ৪ দিনের জন্য একটি ট্যুর প্ল্যান রয়েছে যেটিতে ছাড় দেওয়া হচ্ছে ১৫৬৯৬ টাকা। ছাড় দেওয়ার পর পর্যটকদের একেকজনের এই প্ল্যানে ট্যুর করতে খরচ হবে ২৩ হাজার ৪৯ টাকা। এইরকম একাধিক ট্যুর প্ল্যান তাদের তরফ থেকে আনা হয়েছে। আরও একটি ট্যুর প্ল্যান রয়েছে যাতে ছাড় দেওয়া হচ্ছে ২১ হাজার ৬৭১ টাকা। ছাড় দেওয়ার পর এই ট্যুরের জন্য জন প্রতি খরচ হবে ৩১৮২৪ টাকা।

Advertisements