Change of Banking Rules: টাকা লেনদেনের নিয়মে বড় বদল! ইয়েস ব্যাঙ্ক ও আইসিআইসি ব্যাঙ্কের গ্রাহক হলে জেনে নিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

A big change has been brought in the Banking Rules of Yes Bank and ICIC Bank: আপনার কি ইয়েস ব্যাংক কিম্বা আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সার্ভিস চার্জের (Change of Banking Rules) ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করেছে। ১ লা মে থেকে নতুন নিয়ম চালু হয়েছে দুটি ব্যাংকেই। বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণাও করেছে দুটি ব্যাংকই। ইয়েস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাংকের তরফে কি কি ঘোষণা করা হয়েছে তা জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements

ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের (Change of Banking Rules) বিভিন্ন সেভিংস একাউন্ট গুলির অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স রিভাইস করতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রি ম্যাক্স সেভিংস অ্যাকাউন্টের জন্য ৫০ হাজার টাকা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স থাকতে হবে। সর্বোচ্চ চার্জ ধার্য করা হয়েছে ১০০০ টাকা। প্রি প্লাস সেভিংস অ্যাকাউন্টের জন্য অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স রাখা হয়েছে ২৫ হাজার টাকা। সর্বাধিক চার্জ ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। ইয়েস এসেন্স সেভিংস অ্যাকাউন্ট এবং ইয়েস রেস্পেক্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

Advertisements

ফ্রি সেভিংস অ্যাকাউন্টের জন্য অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স ১০ হাজার টাকা থাকা বাধ্যতামূলক। এবং সর্বাধিক চার্জ ধার্য করা রয়েছে ৭৫০ টাকা। কিষাণ সেভিংস অ্যাকাউন্ট এবং সেভিংস ভ্যালুর ক্ষেত্রে কমপক্ষে ৫ হাজার টাকার এএমবি থাকতেই হবে। এছাড়া বিশেষ কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ (Change of Banking Rules)। স্পেশাল কাস্টমার সেগমেন্ট, ইয়েস সেভিংস সিলেক্ট ও সেভিংস এক্সক্লুসিভের জন্য বেশ কিছু অ্যাকাউন্ট নির্ধারণ করা হয়েছিল। সেগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

Advertisements

আরও পড়ুন ? RBI UPI Guidelines: ইউপিআই নিয়ে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার! ট্র্যাক হতে পারে আপনার লেনদেন

আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকেও ব্যাংকিং পরিষেবার নির্ধারিত বিভিন্ন চার্জে বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Change of Banking Rules)। এটিএম ইন্টারচেঞ্জ, ক্যাশ ট্রানজেকশনস চার্জ, মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স ইত্যাদিতে পরিবর্তন আনা হয়েছে। আইসিআইসিআই ব্যাংকও বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসেট লিংকড সেভিংস অ্যাকাউন্ট, এনআরও সেভিংস একাউন্ট, অ্যাডভান্টেজ ওমেন সেভিংস একাউন্ট ইত্যাদি ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

১ বছরে বিনামূলে ২৫ টি চেক তোলা যায় আইসিআইসিআই ব্যাংক (Change of Banking Rules) থেকে। ২৫ টির বেশি চেকের প্রয়োজন হলে, প্রতি চেক ৪ টাকা করে ধার্য করে ব্যাংক। ডেবিট কার্ডের জন্য ২০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে গ্রাম্য এলাকায় এই চার্জ মাত্র ৯৯ টাকা। প্রতিটি লেনদেনে ২.৫০ থেকে ১৫ টাকা অব্দি চার্জ কাটা হতে পারে ব্যাংকের তরফ থেকে। কত টাকা চার্জ কাটা হবে তা নির্ধারণ করা হয় ট্রানজেকশন ভ্যালুর উপর নির্ভর করে।

Advertisements