Post office investment rules: যেকোনো সময় বন্ধ হতে পারে পোস্ট অফিসের এই স্কিম! যদি না করা হয় একটি কাজ

Prosun Kanti Das

Published on:

Big changes have come to the investment rules of Post office: টাকা জমানোর জন্য বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ব্যাংক অথবা পোস্ট অফিসের একাধিক প্রকল্প। বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট জাতীয় ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে অর্থকরী আয় অনেকটা বেশি হবার সম্ভাবনা থাকে। কিন্তু এই পদ্ধতিগুলি বেশ ঝুঁকিপূর্ণ। তাই নিশ্চিত রিটার্ন পাবার আশায় ব্যাংক অথবা পোস্ট অফিসের দিকেই ঝোঁক বেশি থাকে সাধারণ মানুষের। তবে নির্দিষ্ট কিছু নিয়ম (Post office investment rules) না মানলে পোস্ট অফিসের বেশ কিছু স্কিম বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোস্ট অফিস কর্তৃপক্ষের তরফ থেকে গ্রাহকদের প্যান কার্ড ও আধার কার্ড লিংক করার নির্দেশ (Post office investment rules) দেওয়া হয়েছিল ২০২৩ সালের ১ লা এপ্রিল। কিন্তু ১ বছর অতিক্রম হওয়ার পরও এখনো বহু মানুষ প্যান ও আধার কার্ড লিঙ্ক করাননি। এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব প্যান ও আধার লিঙ্ক সম্পূর্ণ করতে হবে গ্রাহকদের। না হলে পোস্ট অফিসের একাধিক স্কিমে বিনিয়োগ করতে পারবেন না গ্রাহকরা। গ্রাহকদের প্যান ও আধার কার্ড লিংক করানো আছে কিনা তা খুঁজে দেখার জন্য আয়কর দপ্তরের সাহায্য নিচ্ছে পোস্ট অফিস।

তথ্যসূত্রে জানা গেছে, বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে গ্রাহকদের নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখা হচ্ছে প্যান কার্ড ও আধার কার্ডের সঙ্গে। এখানে কোনরকম অসংগতি দেখা দিলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। প্যান কার্ড বা আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট হোল্ডারের তথ্য না মিললে সাথে সাথে অ্যাকাউন্টটিকে বন্ধ করে রাখা হবে বলে জানা গেছে। নির্দিষ্ট একটি পোর্টালের মাধ্যমে প্যান ও আধার কার্ড ভেরিফিকেশনের কাজ করছে পোস্ট অফিস। ২০২৪ সালের ৭ই মে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ভেরিফিকেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (Post office investment rules) জারি করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

আরও পড়ুন ? Post Office Recurring Deposits: দিনে জমান মাত্র ৩৩৩ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ১৭ লাখ রিটার্ন

প্রসঙ্গত উল্লেখ্য, আয়কর দপ্তর প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ২০১৩ সালের ৩০ এ জুন থেকে বাড়িয়ে ২০১৪ সালের ৩১ শে মে পর্যন্ত করেছে। এই সময়সীমার মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানো না হলে, জরিমানা দিতে হবে কার্ড হোল্ডারকে । এছাড়াও দ্বিগুন মাত্রা টিডিএস কাটা হবে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে। ২০২৩ সালের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতে না পারায় ১২ কোটি প্যান কার্ড বাতিল ঘোষণা করেছিল আয়কর দপ্তর। বর্ধিত সময়ের মধ্যে লিঙ্কের কাজ শেষ না হলে, এই একই সমস্যায় পড়বেন বহু মানুষ। এছাড়াও টাকা জমা ও তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাদের।

বর্তমানে ঘরে বসে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সুযোগ করে দিয়েছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণের লিংক পাওয়া যাবে। সেই লিংকে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, সেখানে গ্রাহকের প্যান কার্ড ও আধার কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য লিখে ভেরিফাইড অপশনে ক্লিক করতে হবে। গ্রাহকের রেজিস্টার মোবাইল ফোনে একটি ওটিপি জেনারেট হবে, সেই ওটিপিটি যথাস্থানে বসালেই প্যান ও আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে আর দেরি না করে নিয়মানুযায়ী (Post office investment rules), প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করুন।