Railways Food: পরোটার ভিতরে পাওয়া গেলো প্লাস্টিকের তার, জরিমানা ১০ লক্ষ টাকা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Railways Food: খাদ্য দুর্নীতি, পরোটার ভিতরে নাকি প্লাস্টিকের তার, জরিমানা হলো ১০ লক্ষ টাকার। একের পর এক ঘটছে রেল দুর্ঘটনা। ভারতীয় রেল পরিষেবা রীতিমত প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন যাবৎ রেল পরিষেবা নিয়ে অভিযোগের কোন শেষ নেই। এতদিন যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছিল অভিযোগ। এবার রেলের খাদ্য বিভাগের বিরুদ্ধেও উঠলো খাদ্য দুর্নীতির অভিযোগ। রেলে পরিবেশিত খাবার মোটেই গ্রহণ করার যোগ্য নয়। এই খাবারে (Railways Food) মেশানো রয়েছে প্লাস্টিকের তার। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়াচ্ছে চাঞ্চল্য।

Advertisements

ভারতের প্রচলিত পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে সবথেকে বড় পরিবহন ব্যবস্থা হলো ভারতীয় রেল পরিষেবা (Railways Food)। ভারতীয় পরিবহন ব্যবস্থা অনেকাংশেই ভারতীয় রেল পরিষেবার উপর নির্ভরশীল। শুধুমাত্র ভারত নয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা হিসেবে চিহ্নিত করা হয় ভারতীয় রেল পরিষেবাকে। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ ব্যবহার করে এই পরিষেবা। কিন্তু শেষ কিছুদিন যাবৎ রেল পরিষেবা নিয়ে উঠছে অভিযোগ। শুধুমাত্র যাত্রী নিরাপত্তা নয়, এবার অভিযোগ উঠছে খাদ্য দুর্নীতিরও।

Advertisements

শুধুমাত্র কাছাকাছির কোন পথ অতিক্রমের জন্য নয়, অনেক দূরের পথ অতিক্রম করার জন্য সাধারণ মানুষ রেল পরিষেবা ব্যবহার করতেই সচ্ছন্দ বোধ করেন। বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলিতে যাত্রা করার সময় ট্রেনের তরফ থেকে খাবার (Railways Food) দেবার ব্যবস্থা থাকে। অনেকেই সেই খাবার অর্ডার করেন। কিন্তু এবার হয়তো খাবার অর্ডার করার আগে ভাবতে হবে। এমনটাই মত যাত্রীদের। সম্প্রতি খাদ্য দুর্নীতির অভিযোগ উঠেছে ভারতীয় রেল পরিষেবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে। একজন যাত্রী পরোটা অর্ডার করেছিলেন রেলের ক্যাটারিং সার্ভিস থেকে। কিন্তু যে পরোটাটি তাকে পরিবেশন করা হয় তার মধ্যে পাওয়া যায় প্লাস্টিকের তার। সামান্য একটু পরোটা ছিড়ে মুখে দিতেই তা ধরা পড়ে। স্বাভাবিকভাবেই শুরু হয় হৈচৈ।

Advertisements

আরো পড়ুন: চীন বর্ডারের কানের গোড়া দিয়ে চলবে ট্রেন, মাস্টার স্ট্রোক ভারতের

বিষয়টি সামনে আসতেই রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সেই যাত্রী। রেল কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মী সেখানে উপস্থিত হলে আশপাশের সহযাত্রীরা তার হয়ে প্রতিবাদে শামিল হয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই রেল কর্মী তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর বিষয়টি জানানো হয় আইআরসিটিসির দপ্তরে। ঘটনার সম্পূর্ণ বৃত্তান্ত জানার পর আইআরসিটিসি পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে। এছাড়াও নির্দিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থাটির বিরুদ্ধে ১০ লক্ষ টাকার জরিমানা করার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। এছাড়াও সেই সংস্থাটির লাইসেন্স বাতিল করে তাকে ব্ল্যাকলিস্টেড করার নির্দেশও দেওয়া হয়েছে।

যাত্রীদের অভিযোগ এখন আর এক্সপ্রেস ট্রেনগুলিতে অনবরত খাবারের (Railways Food) উপর কোনরকম নজরদারি করা হয় না। যার ফল ভুগতে হয় যাত্রীদেরকে। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে খাবার নিয়ে অভিযোগ খুব কমই আসে। ২০২২-২৩ অর্থবর্ষে ১.২১ শতাংশ অভিযোগ এসেছিল খাদ্যের অধিক মূল্য এবং গুণমান নিয়ে। কিন্তু তা বলে খাবারের ভিতরে প্লাস্টিকের তার কখনোই মেনে নেওয়া যায় না। তাছাড়া নির্দিষ্ট সংস্থাটির পক্ষ থেকে কোনরকম হ্যান্ড স্যানিটাইজার বা ন্যাপকিনও দেওয়া হয়নি সেই যাত্রীকে। এই কথা স্বীকার করেছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ। এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতে খাদ্য দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই সংস্থাটির বিরুদ্ধে। ১০ লক্ষ টাকার জরিমানার পাশাপাশি এবার হয়তো লাইসেন্স বাতিল হতে পারে সেই সংস্কার।

Advertisements