Petrol-Diesel Cars: পেট্রোল-ডিজেল গাড়ির দিন শেষ করবে কেন্দ্র! সামনে এলো বড় পরিকল্পনা

Prosun Kanti Das

Published on:

Big plan of Central Government came forward with petrol-diesel cars: বর্তমান বাজারে পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী । প্রয়োজনের খাতিরে গাড়ি হয়তো ব্যবহার করেন অনেকেই, কিন্তু পেট্রোল ও ডিজেলের বর্ধিত দামের কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে যাতায়াত খরচও। তাই পরিবহন দপ্তরের তরফ থেকে এই সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করা হচ্ছে। দেশের পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছিলেন সয়ং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

খুব শীঘ্রই ভারতবর্ষে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির (Petrol-Diesel Cars) ব্যবহার একেবারেই বন্ধ করে দিতে চাইছে পরিবহন দপ্তর। পরিবর্তে আনা হবে নতুন ব্যবস্থা। লোকসভা ভোটের আগে একটি জনসভায় পরিবহন মন্ত্রী নিতীন গড়করি ১০ বছরের মধ্যে পেট্রোল ও ডিজেলের ব্যবহার একেবারে বন্ধ করে দেবার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তার পরিবর্তে সিএনজি বা ইলেকট্রিক গাড়ির প্রচলন বাড়াতে চান তিনি। সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যেই নতুন পরিকল্পনা (Central New Plan) গ্রহণ করেছে পরিবহন দপ্তর।

খরচের দিক থেকে বিচার করলে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির (Petrol-Diesel Cars) তুলনায় বিদ্যুৎ চালিত গাড়িগুলির খরচ অনেক কম। সেই বিষয়টিকে মাথায় রেখে বেশিরভাগ গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে বৈদ্যুতিক গাড়ি। ইতিমধ্যে বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে একপ্রকার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে গাড়ির বাজারে। কোন সংস্থা কত কম দামে কত বেশি ফিচার্স যুক্ত গাড়ি নিয়ে আসতে পারে সেই প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত। গ্রাহকদের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কেনার চাহিদাও কিন্তু তুঙ্গে। এই বিষয়টিকে কাজে লাগাতে চাইছে পরিবহন দপ্তর। একটি পেট্রোল বা ডিজিটাল চালিত গাড়িতে যদি ১০০ টাকা খরচ হয় তাহলে বিদ্যুৎচালিত গাড়ির খরচ হবে মাত্র ৪ টাকা। অর্থাৎ বর্ধিত দ্রব্যমূল্যের বাজারে এই নতুন বৈদ্যুতিক গাড়িগুলি অন্য পথ দেখাতে পারে পরিবহন ব্যবস্থাকে।

আরও পড়ুন 👉 TVS iQube: পেট্রোলের ঝামেলার দিন শেষ! এবার মাত্র ৩০ পয়সা খরচেই Tvs হবে তুফানি জার্নি

পরিবহন দপ্তরের নতুন পরিকল্পনা অনুযায়ী, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি (Petrol-Diesel Cars) মিলিয়ে প্রায় ৩৬ কোটি গাড়ির ব্যবহার দেশে বন্ধ করে দিতে চলেছে পরিবহন দপ্তর। এছাড়া হাইব্রিড যানবাহনের ক্ষেত্রে জিএসটির হারও কমানোর চেষ্টা করছে তারা। এছাড়া সারা দেশে আইসিই গোত্রের গাড়িগুলির ব্যবহার বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। যদিও এই গাড়িগুলি ব্যবহারের কোন শেষ দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গাড়ি ব্যান করে দিতে চায় পরিবহন দপ্তর।

পরিবহন দপ্তরের এই নতুন পরিকল্পনা সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী। তার মতে কাজটি কঠিন হলেও, অসম্ভব নয়। শুধুমাত্র যে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসছে তা কিন্তু নয়। পরিবহন দপ্তর সম্পূর্ণরূপে সমর্থন জানাচ্ছে বৈদ্যুতিক গাড়ির বিষয়ে তারাও চাইছে আরো বেশি পরিমাণে বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসা হোক। এছাড়া গ্রাহকদের মধ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যাপক চাহিদাও উৎসাহিত করছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে। হয়তো সত্যিই একদিন আসবে, যেদিন সারা ভারত জুড়ে চলবে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি।