EPFO Account Update: সরকারি চাকুরীজীবিদের জন্য বড় খবর। নতুন করে বৈঠকের পর থেকে সরকারি কর্মীদের উপর একের পর এই নতুন নিয়ম জারি করছে কেন্দ্র। আবার এমন অনেক নিয়ম থাকছে যার হদিস কেউ জানেনা। এবার প্রভিডেন্ট ফান্ডের একাউন্টে (EPFO Account Update) এলো বড় পরিবর্তন। এবার পেনশন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় ফল দিতে পারে। সারাজীবন ধরে জমানো অর্থ মৃত্যুর পর কে পাবেন জানেন?
শ্রম মন্ত্রক EPF একাউন্টের (EPFO Account Update) হোল্ডারদের পেনশন প্রকল্পের আওতায় উৎসাহিত করার জন্য EPFO একাউন্টে পরিবর্তন আনার কথা প্রস্তাব দেয় শ্রম মন্ত্রক! বর্তমানে নূন্যতম পেনশন পাওয়া যায় ১০০০ টাকা। এবার এই নূন্যতম টাকার অংকে পরিবর্তন আনতে চাইছে সরকার। এর ফলে অবসর জীবনেও বিনিয়োগের মতো সুঅভ্যাস থাকবে মানুষের।
পেনশন সংস্কার সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে প্রভিডেন্ট ফান্ডের সাথে যুক্ত পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হয়। এছাড়া শ্রম মন্ত্রক EPS ১৯৯৫ এর অধীনে বেশি পেনশনের জন্য সমস্ত গ্রাহককে সাহায্য করার কথা বলা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড আসলে সরকারি চাকুরীজীবিদের জন্য একটি সেভিংস স্কিম যেখানে প্রচুর সুযোগ সুবিধার সাথে গ্রাহকদের মোটা রিটার্ন দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন:Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম নিমেষে বড়লোক বানাবে, কীভাবে করবেন বিনিয়োগ
খবর পাওয়া গেছে পেনশন পদ্ধতির সংস্কারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO Account Update) সাথেই যুক্ত পেনশনের স্কিমগুলোতে উদ্বেগ দুর করে কি অবস্থা বলত। কর্তৃপক্ষের আলোচনার সময় স্পষ্ট ভাবেই বলা হয় যে EPF সদস্যদের তার সমস্যার কথা। এই বিষয়ে মন্ত্রকের একজন বয়স্ক আধিকারিক বলেন এই নতুন নিয়মে সরকারি পেনশন তহবিলের অফিসারদের অন্তর্ভুক্ত।
পেনশন তহবিলের জমা হওয়া অর্থ থেকে বিনিয়োগকারী বৃদ্ধ বয়সের । এবার যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় হবে তার স্বামী বা স্ত্রী প্রভিডেন্ট ফান্ড গ্যারেজে। এবং যদি উভয় মারা যান তবে নমিনি বা ওই পলিসির রেজিস্টার্ড ওয়ারিশ সুদ দেবেন, সেরম হলে তুমিও চালাচ্ছে। EPF এ আগে নূন্যতম। এতদিন সর্বনিম্ন ১০০০ টাকার দেওয়া হয়। আগামী দিনে এই প্রস্তাবের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে বলে জানানো হওয়ায়।