Lakshmir Bhandar Allowance: আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! মিলল নতুন বড় প্রতিশ্রুতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত বয়সি মহিলাদের আর্থিক সাহায্য যাওয়ার জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল, আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার (Lakshmir Bhandar Allowance) পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা। তবে এরপরেও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি হবে এবং কত?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু জানায় নি। বরং এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলায় নির্বাচনী প্রচারে এসে জানিয়েছেন, বাংলার তৃণমূল নেত্রী বারবার যে দাবি করছেন, বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তা ঠিক নয়। বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরও ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন ? Lakshmir Bhandar Money Status Check: মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিয়েছে সরকার, পেলেন কিনা দেখে নিন এইভাবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলায় এসে এইভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। তার কথা অনুযায়ী বিজেপি বাংলায় সরকারি এলেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে যাবে। সুতরাং টাকার পরিমাণ হিসাবে তিনি ১০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও অবশ্য এখনই টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। কেননা টাকা বৃদ্ধি পেতে হলে বিজেপিকে সরকারে আসতে হবে।

তবে শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাদের তরফ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সরকারে এলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। কখনো কখনো এই প্রকল্পের টাকা ৩০০০ টাকা পর্যন্ত করা হতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০০ টাকা বাড়ানোর কথা জানালেন।