A big update has come in the case of UPI Transaction: আধুনিক ভারত আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেকটাই উন্নত হয়েছে। বর্তমানে কোনো দামি জিনিস কেনা থেকে শুরু করে মুদির দোকানের সামান্য জিনিস কিনতে গেলেও আমরা সহজেই ইউপিআই মারফত লেনদেন করতে পারি। এটা একটা বড় সুবিধা সকলের পক্ষেই। এরপর থেকে ডলারের লেনদেন করতে গেলেও আপনারা ইউপিআই মারফত করতে পারবেন(UPI Transaction Update)। সেই বিষয় নিয়ে আলোচনায় বসেছে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট এবং এনপিসিআই ও আরবিআই।
চলতি বছরে আরবিআই আরো একটি দিক থেকে এনেছে বড় রকমের পরিবর্তন। ইউপিআই অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রেও আনা হয়েছে বিরাট চমক(UPI Transaction Update)। কেউ যদি অটো ডেবিট এর মাধ্যমে আর্থিক লেনদেন করত তাহলে ১৫ হাজার টাকা পর্যন্ত কোন ওটিপি লাগতো না। এবার তার ছাড় দেওয়া হয়েছে এক লাখ টাকা পর্যন্ত। কিন্তু এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে সেগুলি হল, মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধের জন্য এই ছাড় প্রযোজ্য হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর আরো একটি সিদ্ধান্ত এনেছে সেটি হল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্রিক যে কোন জায়গায় ৫ লাখ টাকা পর্যন্ত ইউপিআই এর মাধ্যমে আর্থিক লেনদেন সম্ভব।
ভারত বর্তমানে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম। বিগত কয়েক বছর ধরে দেশে ইউবিআই লেনদেনের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। বড় রকম লেনদেন থেকে শুরু করে ছোটখাটো আর্থিক লেনেও মানুষ ইউপিআই সাহায্য নিয়েছে। এতদিন পর্যন্ত অবশ্য একদিনে ইউপিআই মাধ্যমে লেনদেন (UPI Transaction Update)করার সীমা ছিল এক লাখ টাকা পর্যন্ত যা বাড়িয়ে এই দুই বিশেষ ক্ষেত্রে করা হয়েছে পাঁচ লাখ টাকা। ডিজিটাল ইন্ডিয়ার এটি হল সবথেকে বড় পদক্ষেপ।
আরও পড়ুন ? UPI: ফ্রির জামানা শেষের পথে! UPI পেমেন্ট দিতে হবে চার্জ! কাদের জন্য, শুরু জল্পনা
পাশাপাশি ভারতে ইউপিআই লেনদেনকে অনেক বেশি ‘ইউজার-ফ্রেন্ডলি’ করার জন্য যুগান্তকারী পরিষেবা এনেছে এনপিসিআই। অত্যাধুনিক ফিচার যেমন গলার স্বরেই ইউপিআই পেমেন্ট করার ব্যবস্থা চালু করা হয়েছে। গত সেপ্টেম্বরে মনেটারে পলিসির বৈঠকের পর এমনটাই ঘোষণা করেছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। অত্যাধুনিক এই ফিচারের মাধ্যমে যারা ইউপিআই এর দ্বারা লেনদেন করছেন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত সিস্টেমের মাধ্যমে তাদের টাকা নিরাপদেই লেনদেন করতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই পরিবর্তন বিপ্লব আনবে(UPI Transaction Update)।
যারা ইউপিআই লাইট ব্যবহার করে থাকেন তাদের লেনদেনের সীমা সম্প্রতি আরবিআই ২০০ টাকা থেকে বাড়িয়ে করেছে ৫০০ টাকা। এমন কি লাগবে না কোন পিন নাম্বার। ইউপিআই লাইট ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। ইউপিআই-এর মাধ্যমে এক লক্ষ টাকার লেনদেন সহজেই করা যাবে এবং লাইটে লেনদেনের ঊর্ধ্বসীমা এখন ৫০০ টাকা। আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে বিনা ইন্টারনেটে অফলাইনে আর্থিক লেনদেন করা সম্ভব। ইউপিআই-লাইট-এর ব্যবহারকে উন্নত করতেই আরবিআই এনএফসি প্রযুক্তি ব্যবহার করবে। ফলে বিনা ইন্টারনেটে আপনি সহজেই করতে পারবেন আর্থিক লেনদেন।