Bike Rent in Digha: শীতের ছুটিতে প্রিয়জন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে আসতে পারেন সমুদ্র সৈকতে। দিঘার থেকে ভালো জায়গা কাছেপিঠে আর কোথাও হবে না। পর্যটকদের জন্য দিঘায় আছে দুর্দান্ত চমক, বেড়াতে গিয়ে প্রিয়জনকে স্কুটিতে বসিয়ে এক সৈকত থেকে আর এক সৈকতে উড়ে যেতে পারবেন নিমেষেই। একেবারে অল্প খরচে পৌঁছে যেতে পারবেন মন্দারমণি টু নিউ দিঘা। অনেকের মনে এই বাসনা থাকে। দিঘাতে না হলেও এতদিন গোয়ার সমুদ্র সৈকতে এই ধরনের স্কুটি বা বাইক ভাড়া নেওয়ার সুযোগ ছিল। তবে এবার বঙ্গবাসিও এই সুযোগ পেতে চলেছে। নতুন বছরের শুরুতেই দিঘার পর্যটকদের জন্য আনা হলো নতুন বছরের উপহার। দিঘার সৈকতেও শুরু হয়েছে এই স্কুটি পরিষেবা।
এই উদ্যোগ (Bike Rent in Digha) নেওয়ার পিছনে আসল কারণ হলো দিঘাকে দূষণ মুক্ত রাখা। ‘ই-বাইক’ পরিষেবা চালু করলে দূষণ আগের থেকে অনেকটাই কম হবে। দিঘায় কোথায় পাওয়া যাবে এই পরিষেবা? ওল্ড দিঘার বিশ্ব বাংলার গেটের উল্টোদিকেই মিলছে ‘ই বাইক রেন্টাল’। পর্যটকদের জন্য এই সুব্যবস্থা করেছে ‘গো গ্রীন দিঘা’ নামে একটি সংস্থা, যার দায়িত্ব রয়েছে সুমিত ঘোষ নামক এক ব্যক্তির উপর। দিঘা হল রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। তাই এই পর্যটন কেন্দ্রকে সুস্থ ও সুন্দর রাখার দায়িত্ব সকলের। পর্যটকদের জন্য ‘ই বাইক রেন্টাল’ পরিষেবার ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্যই দিঘাকে সুস্থ রাখা। ডিসেম্বর মাস থেকেই পরিষেবা পাচ্ছেন পর্যটকেরা।
কত খরচ হবে এই বাইকে? আদৌ কি তা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হবে? ই-বাইকে (Bike Rent in Digha) ৪ ঘণ্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘণ্টার জন্য ৬০০ টাকা খরচ করে ৪০ কিমি ঘুরতে পারবেন। যদি কেউ ৮০ কিমি জায়গা ঘুরতে চান, তার জন্য বিশেষ ছাড় দিয়ে ৮ ঘণ্টার জন্য ৭০০ টাকা, ১২ ঘণ্টার জন্য ৯০০ টাকা খরচ করতে হবে। এই পরিষেবা পেতে কি কি পদক্ষেপ নিতে হবে আসুন জেনে নিই। প্রথমে ১৫০০ টাকা ও যে কোনও একটি পরিচয়পত্র জমা করতে হবে। যদি কোন সমস্যা হয় তাহলে দ্রুত এর সমাধান করা হবে। একটি বাইকে দু’জন সঙ্গে একজন ছোটো বাচ্চাকে নিয়ে ভ্রমণ করতে পারবেন।
যারা এই পরিষেবা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ওল্ড দিঘায় একটি কাউন্টারে। তবে ভবিষ্যতে এই ধরনের কাউন্টার খোলার চিন্তাভাবনা রয়েছে মন্দারমণি, তাজপুর, শংকরপুর-সহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রে। পরিষেবা গ্রহণ ও বাইক রেন্টাল নেওয়ার পর কিছু সমস্যায় পড়লে যোগাযোগের জন্য ০৩২২০১৪৪৩১ অথবা ৯১২৩৭৮৬৯৬৬ নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার অপূর্বকুমার বিশ্বাস এই বিষয়ে বলেছেন যে, প্রশাসন আগে ‘ADELINE’ নামক একটি সংস্থার সঙ্গে আলোচনা করেছিল। একাধিক কারণে আর চালু করা যায়নি এই ই-বাইক পরিষেবা (Bike Rent in Digha) । বৃহস্পতিবার সংস্থার প্রতিনিধিরা এসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। একটি বেসরকারি সংস্থা বর্তমানে পরিষেবা দিচ্ছে, পর্যটকদের জন্য এটি একটি পরিবেশ উপযোগী পরিষেবা।