Ratan Tata: রূপালী পর্দায় ফুটে উঠতে চলেছে টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের জীবনী, কে থাকবে মুখ্য চরিত্রে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ratan Tata: ৯ই অক্টোবর রাতে নিভেগেছিল তার জীবনপ্রদীপ। টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান এবং এই কোম্পানির কান্ডারী রতন টাটা বার্ধক্যজনিত কারণে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের শিল্পজগতের এত বড় নক্ষত্রপতন সত্যিই মেনে নেওয়া যায় না। একজন শিল্পপতি হিসাবে নয়, তার দূরদর্শিতা এবং মানবিকতার জন্যই তিনি বিশ্বজুড়ে পরিচিত। শীঘ্রই হয়তো তার জীবনী নিয়েই তৈরি হবে একটি সিনেমা।

Advertisements

রতন টাটার (Ratan Tata) মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দেশের প্রত্যেকটি জনগণই অত্যন্ত দুঃখিত। তারই মাঝে একটি ঘোষণা করা হলো, পুনিত গোয়েনকা জি এন্টারটেনমন্ট এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জানালেন টাটা সন্সের অনুমতি পেলে শুরু হতে পারে রতন টাটার জীবনী নিয়ে একটি সিনেমা। তার মত আদর্শ লিডার সত্যিই খুঁজে পাওয়া যাবে না। তাঁর জীবনীকে কেন্দ্র করে সিনেমা তৈরির কথা জানানো হল জি এন্টারটেনমেন্টের তরফে। তাঁর জীবন, তাঁর লেগাসি গোটা বিশ্বের সকলের কাছে পৌঁছন উচিত। প্রত্যেকটি মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন আনা দরকার, তা জানতে গেলে রতন টাটার জীবনী অবশ্যই জানা উচিত।

Advertisements

কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল এত বড় ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করবে কে? সিনেমার মতো তৈরি হবে না এই জিনিসটি। আসলে জি এন্টারটেনমেন্টের তরফে ঘোষণা করা হয়েছে একটি তথ্য চিত্রের। এতে তার গোটা জীবনকে তুলে ধরা হবে সবার সামনে। এই প্রসঙ্গে জি স্টুডিয়োর চিফ বিজনেস অফিসার উমেশ বনশল বলেন, তারা সত্যিই গর্বিত যদি তারা রতন টাটার জীবনী নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে পারে। এই মহান ব্যক্তিত্বের সম্পর্কে যত বলা হবে ততই কম।

Advertisements

আরো পড়ুন: মা হতেই জীবনে বদল, নায়িকা ভাবছেন না কেউ, দিচ্ছেন বৌদি টাইপ কাজের অফার

তবে রতন টাটার (Ratan Tata) জীবনী নিয়ে এই তথ্যচিত্র নির্মাণ করার আসল উদ্দেশ্য তাকে সম্মান জানানো। টাটা সনস-এর তরফ থেকে অনুমতি পেলেই জি-এর তরফে এই কাজ শুরু হবে। তিনি সর্বদাই মানবিকতা এবং দানধ্যানে বিশ্বাস করতেন। সেই কারণেই তথ্যচিত্র থেকে যা লাভ হবে সবটাই সামাজিক কাজ এবং গরীবদের সাহায্যের জন্য দান করা হবে।

রতন টাটা শুধুমাত্র মানুষদের কথা ভেবেছেন তা নয়, পশুদের জন্য তার প্রেম সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টে বারবার ফুটে উঠেছে। মুম্বইয়ের তাজমহল হোটেলে পথকুকুরদের তাড়িয়ে দেওয়া বা বাজে ব্যবহার করার কোনও অনুমতি ছিল না। মানুষের মতো তাদের জন্য খোলা তাজ হোটেলের দরজা।

Advertisements