করোনা যুদ্ধে টানা একবছর মাসে ৫০,০০০ টাকা করে অনুদান CDS-এর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমিত সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮। শেষ রিপোর্ট অনুসারে করোনাতে মৃতের সংখ্যা ৩৮৬৭। ভীষণই সংকটজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে ভারত। প্রতিটি রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসছেন। আর তারপর পরিযায়ী শ্রমিকদের থেকেও সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। দিনকে দিন সংক্রমিত সংখ্যা বাড়ছে। এরকম অবস্থায় কেন্দ্র সরকারি কর্মচারীরা তাদের একদিনের মাইনে পিএমকে দান করছেন করোনা মোকাবিলায়।

Advertisements

Advertisements

আর এবার বিপিন রাওয়াত যা করলেন তা সত্যি দৃষ্টান্তমূলক। ভারতীয় তিন সেনাবাহিনীর জেনারেল প্রধান (CDS) বিপিন রাওয়াত দেশ ভক্তির যে অনন্য নজির তিনি স্থাপন করলেন তা সত্যই দৃষ্টান্তমূলক। এর আগে যখন সকল সেনা তাদের এক দিনের মাইনে পিএম কেয়ার্সে দান করেছিলেন করোনা মোকাবিলায় অনুদান হিসেবে। তখনই পিএম কেয়ার্সে তিনি একদিনের বেতন দান করেছিলেন। আবার তিনি তাঁর নিজের মাইনে থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা করে করোনা মোকাবিলায় দান করছেন।

Advertisements

মার্চে তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিলেন, কেন্দ্র সরকার যেন আগামী এক বছর তার বেতন থেকে ৫০,০০০ টাকা কেটে নেয় করোনা মোকাবিলায় অনুদান হিসেবে। এই কারণে গত এপ্রিল থেকে তার মাইনে কাটা হচ্ছে। দেশে যখন একের পর এক করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ে শেষ হয়ে যাচ্ছে রাজ্য। অর্থনৈতিক দিক থেকে একটা বড় ধাক্কা সামলাতে মরিয়া হয়ে উঠেছে দেশ। দীর্ঘ লকডাউনের ফলে অর্থনৈতিক এত ক্ষতিতে দেশবাসী দিশেহারা, তখনই এমন একটা খবর জানা গেল যা শুনে সত্যি ভালো লাগে। স্বস্তি হয় দেশভক্তির এমন একটা নজির শুনে।

বিপিন বাবুর মত মানুষরাই আমাদের দেশের গর্ব। যারা দেশের দুর্দিনে নিজেদের মাইনে স্বেচ্ছায় দান করেন দেশের সরকারকে। এই মানুষগুলির জন্যই আমাদের দেশ আবার করোনার মত মহামারীকে হারিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখে। দয়া করে সকলে লকডাউন মেনে চলুন। না হলে বিপিনবাবুর মত এরকম মানুষদের এত ত্যাগ মূল্যহীন হয়ে পড়বে। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Advertisements