ছোটবেলায় পকেট মারতে গিয়ে ধরা পড়েছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, অবাক লাগছে!

Antara Nag

Published on:

Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা হলেন বিপ্লব চ্যাটার্জি (Biplab Chatterjee)। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তাকে আর দেখা যায় না টলি ইন্ডাস্ট্রিতে। তবে সম্প্রতি জি বাংলার টকশো ‘অপুর সংসার’-এ বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন বিপ্লব চ্যাটার্জি। সেখানেই জানালেন তার ছোটো বেলার এক অদ্ভুত ঘটনা।

Advertisements

অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় তার (Biplab Chatterjee) অভিনয়ের গুনে দিনের পর দিন সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কখনও ভিলেন কখনও আবার ভাললাগার চরিত্রে বেশ পরিণত অভিনয় ছিল তার। টলিউডে দীর্ঘ দিনের সফর মাঝে কখনও কখনও মন ফিরতে চায় শৈশবের সেই খুঁনসুটির ছেলেবেলায়। একবার তেমনই এক কাহিনি শেয়ার করতে গিয়ে নিজের বিষয় অদ্ভুত তথ্য প্রকাশ করে ফেলেন একটি টেলিভিশনের টক শো তে। সেটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, জি বাংলার একটি জনপ্রিয় টকশো ‘অপুর সংসার’। সেখানে বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee) অতিথি হয়ে এসেছেন। আর এই অনুষ্ঠানের সঞ্চালক শ্বাশত চ্যাটার্জী নানান মজার মজার প্রশ্ন করছেন অভিনেতাকে। আর সেই সব প্রশ্নের মধ্যে তাকে হঠাৎই জিজ্ঞাসা করে ফেলেন এই অদ্ভুত প্রশ্নটি। যা শুনে অভিনেতা নিজেও হতভম্ব হয়ে যান।

Advertisements

শ্বাশত তাকে জিজ্ঞাসা করেন তিনি নাকি একবার পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছিলেন। এখন সেই বিষয়ে তিনি কি বলতে চান? এই প্রশ্ন শুনে বিপ্লব চ্যাটার্জি বলেন, যখন তিনি ক্লাস সেভেনে পড়েন তখন তাদের ক্লাসে এক নতুন শিক্ষক ভূগোল পড়াতে আসেন। আর সেই শিক্ষকের শরীর দিয়ে সুন্দর চন্দন কাঠের গন্ধ বেরোতে থাকে। এই গন্ধ পেয়ে অভিনেতা ভেবেছিলেন তার পকেটে হয়তো চন্দন কাঠ থাকতে পারে। আর সেই চন্দন কাঠটি পাবার লোভে তিনি আচমকাই শিক্ষকের পকেটে হাত ভরে দেন এবং হাতেনাতে ধরাও পড়ে যান।

অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) ব্যক্তি জীবনে বেশ মজার মানুষ তিনি। মাঝে মধ্যেই এমন অনেক কাহিনি শেয়ার করে থাকেন, যা রীতিমত অবাক করে দেয় ভক্তদের। সে সিনেমার পর্দাই হোক বা শৈশবের কোনও গল্প। টলিপাড়ার অন্দরমহলের একঝাঁক গল্প যেমন তিনি অবলীলায় বলে চলেন, ঠিক তেমনই আবার নিজের বিষয় বেজায় ঠোঁটকাটা ব্যক্তি তিনি।

Advertisements