নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন লকডাউন জারি করার সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী বৃহস্পতিবার (২৩শে জুলাই), শনিবার (২৫শে জুলাই) এবং বুধবার (২৯শে জুলাই) সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষাজনিত বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে। বাকি অন্যান্য দিনগুলি প্রতি সপ্তাহের শুরুতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
পাশাপাশি রাজ্য সরকারের এই লকডাউনের সিদ্ধান্ত ছাড়াও বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আলাদাভাবে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলাদাভাবে লকডাউন জারি করার ক্ষেত্রে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারের ঘোষিত লকডাউন ছাড়াও বাকি দিনগুলিতে প্রতিদিন বিকাল ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত জারি হবে লকডাউন। আর এই লকডাউন চলবে জেলার ৬ পৌরসভায়। যেগুলি হল সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর এবং দুবরাজপুর পৌরসভা এলাকায়। আর জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া এই লকডাউনে নাগরিকদের যেসকল নির্দেশিকা মেনে চলতে হবে তার বিষয়ে বুধবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্য সরকার ঘোষিত লকডাউনের দিনগুলিতে সমস্ত সরকারি বেসরকারি অফিস, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সবজি বাজার, মাছের বাজার থেকে শুরু করে সব ধরনের বাজার এবং সরকারি-বেসরকারি গণপরিবহন ব্যবস্থা ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন কেবলমাত্র খোলা থাকবে:
১) স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য সরকারি বা বেসরকারি পরিবহন।
২) ওষুধের দোকান।
৩) আইন-শৃঙ্খলা, আদালত, সংশোধনাগার, অগ্নিনির্বাপণ এবং জরুরিকালীন পরিষেবা।
৪) জল, বিদ্যুৎ, নিকাশী এবং সাফাইকার্য।
৫) চলমান প্রক্রিয়াকরণ শিল্প এবং আভ্যন্তরীণ কর্মচারী দ্বারা চালিত কারখানা।
৬) কৃষিকাজ এবং চা বাগানের কাজ।
৭) অন্তঃরাজ্য এবং আন্তঃরাজ্য পণ্য পরিবহন।
৮) ই-কমার্স এবং সেবি (SEBI) নিয়ন্ত্রিত ক্যাপিটাল ও ডেট মার্কেট পরিষেবা।
৯) খবরের কাগজ, টেলিভিশন, নিউজ পোর্টাল এবং সামাজিক মাধ্যম।
১০) রান্না করা খাবারের হোম ডেলিভারী।
আর জেলা প্রশাসনের ঘোষিত লকডাউনে অর্থাৎ ৩১শে জুলাই পর্যন্ত বাকিদিনগুলি অর্থাৎ ২৪শে জুলাই, ২৬শে জুলাই, ২৭শে জুলাই, ২৮শে জুলাই, ৩০শে জুলাই এবং ৩১শে জুলাই, এই ৬ দিন বীরভূম জেলার অন্তর্গত ৬ টি পৌরসভায় দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষাজনিত বিধিনিষেধ (লকডাউন) আরোপিত থাকবে। সেই সময় রাজ্য সরকার ঘোষিত ১০ বিষয় এবং বিবাহ সংক্রান্ত অনুষ্ঠান (অনধিক ৫০ জন) ছাড়া অন্যান্য সবরকম কার্যকলাপ বন্ধ থাকবে।এছাড়াও লকডাউনের এই দিনগুলিতে কোনো রকম ধর্মীয় বা রাজনৈতিক জমায়েত করা যাবে না। এছাড়াও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ধরনের চলাফেরা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
এছাড়াও বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “প্রত্যেকের মাস্ক পরা, দূরত্ববিধি মানা, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং নির্দেশাবলী মেনে চলা প্রত্যেকের জন্য এবং সবসময়ের জন্য কঠোরভাবে প্রযোজ্য।এখন থেকে বাইরের জেলা অথবা রাজ্য থেকে বীরভূমে আগত সমস্ত ব্যক্তিদের সাতদিনের হোম কোয়ারান্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।”