নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের ১৪ তারিখ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে একটি ভুয়ো পোস্ট করেছিলেন এক যুবক। করোনাভাইরাস নিয়ে এমনিতেই ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ, তারপর আবার এমন ভুয়ো পোস্ট! আর এমন ভুয়ো পোস্ট রুখতে কড়া পদক্ষেপের কথা আগেই জানিয়েছিল পুলিশ প্রশাসন। সেইমতো ভুয়ো পোস্ট করা যুবককে গতকাল গ্রেপ্তার করে বীরভূম জেলা পুলিশ।
ধৃত যুবকের নাম সানিয়াত চৌধুরী, সে বহরমপুরের বাসিন্দা। ওই যুবক মার্চ মাসের ১৪ তারিখ ফেসবুকে যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন, “বীরভূমের তারাপিঠ এ করােনা ভাইরাস পোঁছে গেছে। এখন পর্যন্ত অনেক মানুষকে রামপুরহাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে । Dr. অশােক দত্ত বলেছেন এই রােগ বীরভূমের তারাপিঠে এলাে। ছাগলের মাংস এর মাধ্যমে। তিনি এও বলেছেন যদি এটা এইভাবেই চলতে থাকে তবে অতিশিঘ্রই লক্ষ্য লক্ষ্য মানুষ মারা যাবে এক সপ্তাহের মধ্যে। তাই সবাইকে জানানাে যাচ্ছে যে আপনারা কেউ ছাগলের মাংস বর্তমানে খাবেন না এবং বাচ্চাদেরকে এর থেকে দূরে রাখবেন। প্রচুর পরিমাণে ছাগলকে কে বেশি করে ইজ্ঞেকশেন করার জন্য এই রােগটি বেশি ছড়াচ্ছে , এই রােগটি বিশেষ করে কিডনিকে নষ্ট করে দিচ্ছে। বহরমপুরেরএর Dr, বিদ্যুৎ পাল নিজেও এই রােগের শিকার হয়েছেন। এই রােগের কোনাে ওষুধ বার হয়নি তাই এই রােগকে সারালাে বর্তমানে অসম্ভব। দয়াকরে খবরটি অন্য সবাইকে জানান।
PLEASE FORWARD THIS MSG
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জন স্বার্থে প্রচারিত।”
পশ্চিমবঙ্গ সরকারের নামে ওই যুবক এমন পোস্ট করতেই চারিদিকে নানান জল্পনার সৃষ্টি হয়। যদিও এই ভুয়ো খবরের বিরুদ্ধে অনেকেই সরব হতে থাকে। এর পাশাপাশি এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা ঘটনার তদন্ত শুরু করে। যার পর গতকাল রাতে ওই যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ওই যুবককে তোলা হয় সিউড়ি জেলা আদালতে।