৮৬ দিনের মাথায় দু-দু’বার এসপি বদল কেষ্টহীন বীরভূমে! কারণ নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ চলতি বছরের প্রথম পুলিশ সুপার (SP) বদল হয় বীরভূমে। ঐদিন বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পান নগেন্দ্রনাথ ত্রিপাঠীর (Nagendra Tripathi) জায়গায় ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukhopadhyay)। তবে তার দায়িত্ব নেওয়ার ৮৬ দিনের মাথাতেই তার বদলির বিজ্ঞপ্তি জারি হল।

Advertisements

বীরভূমের পুলিশ সুপার বদলির বিষয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তিতে জানানো হয় বীরভূমের বর্তমান পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের। অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে (Raj Narayan Mukherjee)।

Advertisements

তবে মাত্র ৮৬ দিনের মাথায় পুলিশ সুপার বদল নিয়ে জেলায় তৈরি হচ্ছে জল্পনা। এই বিষয়ে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী তাদের চলতে হবে। যদিও ওয়াকিবহাল মহল মাত্র কয়েক দিনের মধ্যে পুলিশ সুপার বদলের বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। পঞ্চায়েত ভোটের আগে বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা।

Advertisements

সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে ভাস্কর মুখোপাধ্যায়ের ডিআইজি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তিনি জুলাই মাসে ডিআইজি হতে পারেন। এই পরিস্থিতিতে যদি জুলাই মাসে তার পদোন্নতি হয় এবং ওই সময় যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে ভাস্কর মুখোপাধ্যায়ের জায়গায় অন্য কাউকে আনতে হবে। তাই আগেই যদি নতুন পুলিশ সুপার হিসেবে রাজনারায়ণ মুখার্জি দায়িত্ব পান তাহলে তিনি জেলার পরিস্থিতি বুঝে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা পাবেন।

অন্যদিকে ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে বনগাঁ, বারাসত, বসিরহাট সহ অন্যান্য এলাকা হাতের তালুর মধ্যে। এর আগে উত্তর ২৪ পরগনায় তার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এই সকল পরিস্থিতির দিকে তাকিয়েই রাজ্য পুলিশ কেবলমাত্র ২ জেলার পুলিশ সুপার বদলি করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements