নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি দেশজুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতে ২০ই মার্চ এই ভাইরাসের সংক্রমণের সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৯৫। আমাদের রাজ্যে সংক্রমণের সংখ্যা ১ থেকে বেড়ে হয়েছে ২, লন্ডন ফেরত আরও এক ছাত্রের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। মৃতের সংখ্যা ৫। আর এই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতিতে এই সকল সংক্রমিত ব্যক্তিদের মধ্যে কেউ নেই বলে জানা গিয়েছে।
কিন্তু তাই বলে আমাদের অযথা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ার কোন রকম দরকার নেই। এমনটাই জানানো হচ্ছে বীরভূম প্রশাসনের তরফ থেকে, জানানো হচ্ছে বীরভূম পুলিশের তরফ থেকে। বীরভূম পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, “ভীত না হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের তৈরি থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ আমাদের সাধারণ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। পাশাপাশি আমাদের সামাজিক ভাবে একটু গুটিয়ে চলতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে। অযথা আতঙ্ক ছড়ানোর কোন দরকার নেই, দরকার নেই কোনরকম গুজবে কান দেওয়ার। আর প্রশাসনও সতর্ক যেকোনো রকম গুজব ছড়ানোর রুখতে।” গুজব ছড়ালে কড়া পদক্ষেপও নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি বীরভূম জেলা প্রশাসন তথা পুলিশের তরফ থেকে করোনা সংক্রান্ত দুটি সহায়তা নম্বর খোলা হয়েছে ২৪ ঘন্টার জন্য। যে নম্বর দুটি হলো ৭৬০২৬৭৬৭৭৭ ও ৭৬০২৬৭৬৫০০। এই নম্বর দুটিতে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যেকোনো জিজ্ঞাসা, অভিযোগ তুলে ধরতে পারবেন।
বীরভূম পুলিশের তরফ থেকে জনসাধারণকে আশ্বস্ত করে অনুরোধ করা হয়েছে, “সরকার আপনাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সরবরাহ অব্যাহত রাখার সর্বদা চেষ্টা করবে। দয়াকরে বেশি সংখ্যায় দ্রব্য কিনে ঘরে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না। এই কঠিন সময়ে সচেতন ও সহায়ক নাগরিকরাই পারেন দেশকে বিপদমুক্ত রাখতে।”