নিজস্ব প্রতিবেদন : গ্যাসের ভর্তুকি দেওয়ার নাম করে এটিএম প্রতারণায় তিন মাসের মধ্যে টাকা ফেরত পেলেন দুবরাজপুরের হেতমপুরের দম্পতি। টাকা ফিরিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। গত সেপ্টেম্বরে তাদের মোবাইলে গ্যাসের ভর্তুকি দেওয়ার নাম করে ওটিপি পাঠানো হয়। ওটিপি বলে দেওয়ার পরেই তাদের অ্যাকাউন্ট থেকে ৫০০০০ টাকা উধাও হয়ে যায়। ওই দম্পতি সঙ্গে সঙ্গে দুবরাজপুর থানায় অভিযোগ জানান।
অভিযোগ পেয়ে বীরভূম সাইবার ক্রাইম ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে। এরপরে আজ ওই দম্পতির হাতে ৩০০০০ টাকা তুলে দেওয়া হলো জেলা পুলিশের তরফে। বাকি ২০০০০ টাকা কয়েকদিনের মধ্যেই তুলে দেওয়া হবে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
প্রসঙ্গত, আবার নতুন করে দেশজুড়ে মাথা চাড়া দিয়ে উঠেছে এটিএম জালিয়াতি। দেশের বিভিন্ন জায়গা খবর আসছে এটিএম জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার। আর এমত অবস্থায় বীরভূম পুলিশের তৎপরতায় প্রতারিত হওয়া টাকা ফেরত পাওয়ায় খুশি ওই দম্পতি।