Advertisements

সরানো হল বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে, আসছেন নতুন এসপি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা পুলিশ সুপার (Birbhum Police Super) নগেন্দ্র ত্রিপাঠির (Narendra Tripathi) বদলির নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। রবিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর বদলির পর বীরভূমে নতুন পুলিশ সুপার হিসেবে ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukhopadhyay) দ্রুত দায়িত্ব সামলাবেন বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

Advertisements

পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মিরাজ খালিদের পর। ১৯ এপ্রিল ২০২১ নগেন্দ্র ত্রিপাঠী বীরভূম জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান নির্বাচন কমিশন দ্বারা। ঠিক তার আগেই নগেন্দ্র ত্রিপাঠী পুলিশ অফিসার হিসাবে আলাদা নজির তৈরি করেছিলেন নন্দীগ্রাম বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলে।

Advertisements

বীরভূম জেলার দায়িত্বভার গ্রহণ করার পর চলতি বছর জানুয়ারি মাসে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি করেন। তবে এরই মধ্যে রবিবার তার বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকা জারি করা হলো সেই দিন যেদিন মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটলো।

Advertisements

এর আগে পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠির বদলি নিয়ে একটি ভুয়ো খবর রটেছিল গত বছর। গত বছর বগটুই গণহত্যার ঘটনা ঘটে যাওয়ার পর সেই রকমই খবর রটেছিল। যদিও তা হয়নি। তবে এবার তার বদলির জন্য কি মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা দায়ী! তা অবশ্য স্পষ্ট নয়।

বদলির যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ডিআইজি নগেন্দ্র ত্রিপাঠীকে পাঠানো হচ্ছে ওএসডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে। অন্যদিকে বীরভূম জেলায় পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হচ্ছেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবনের দায়িত্ব পাচ্ছেন আইপিএস কোটেশ্বর রাও।

Advertisements