নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবার জামিন পেলেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল এবং সেই শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। তার জামিন মঞ্জুরের খবর সামনে আসার পরই তৃণমূল কর্মী সমর্থক এবং অনুব্রত অনুরাগীদের মধ্যে প্রশ্ন কবে মুক্তি পাবেন জেল থেকে?
গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডলকে ২০২২ সালের রাখি পূর্ণিমার দিন তার নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার আগে দফায় দফায় হাজিরা এড়ানোর পর অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রীতিমত সমস্ত রকম প্রস্তুতি সেড়ে হাজির হয়েছিলেন। দীর্ঘক্ষণ ধরে সেখানে জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মামলা চালানোর টাকা যোগানের অভাব ইত্যাদির পরিপ্রেক্ষিতে আবেদন জানানো হলেও জামিন মেলেনি। জামিনের জন্য হাইকোর্টে কোনরকম সুবিধাজনক রায় না পেয়ে অবশেষে অনুব্রত মণ্ডলের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর সেখানেই তাকে সিবিআই মামলায় জামিন দেওয়ার ঘোষণা করা হয়।
আরও পড়ুন ? কেষ্ট মণ্ডল থেকে সোজা অনুব্রত মণ্ডল, কিভাবে হলেন, জানা যাবে এই বইয়ে
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রত মণ্ডলের মামলার শুনানি শেষে সিবিআই মামলায় জামিন দেওয়ার ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের গরু পাচার কাণ্ডে সিবিআই মামলায় অনুব্রত মণ্ডলের জামিন তৃণমূল নেতাকর্মী ও তার অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া এনে দিলেও কিন্তু এখনই তিহার থেকে তিনি মুক্তি পাবেন না।
তিহার থেকে মুক্তি না পাওয়ার কারণ হলো, অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে আসানসোল এবং আসানসোল থেকে তিহার নিয়ে যাওয়ার পর আবার ইডিও তাকে গ্রেফতার করেছে। আর্থিক তছরুপের অভিযোগে ইডি তাকে গ্রেফতার করার ফলে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল স্বস্তি পেলেও ইডির মামলা এখনো দিল্লি হাইকোর্টে ঝুলে রয়েছে। এর ফলে যতদিন না পর্যন্ত দিল্লি হাইকোর্টের ওই মামলার শুনানি হচ্ছে ততদিন অনুব্রত মণ্ডলের জেল মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না।