করোনার জেরে সফর বাতিল মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

অমরনাথ দত্ত : দেশজুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। রবিবার নতুন করে এই ভাইরাসের সংক্রমণে ভারতে এই ভাইরাসের সংক্রমণ ছাড়ালো ১০০। যদিও নতুন করে কারোর মৃত্যুর খবর নেই। তবে সংক্রমণ ঠেকাতে আপাতত অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে স্কুল কলেজ, প্রেক্ষাগৃহ, ক্রিকেট থেকে ফুটবল খেলা, মেলা, উৎসব, হাট। আর এবার এই করোনা ভাইরাসের জেরে বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সফর।

Advertisements

Advertisements

আগামী ১৯ শে মার্চ বৃহস্পতিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই প্রশাসনিক বৈঠক আপাতত বাতিল করা হলো বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। ১৯ তারিখে প্রশাসনিক বৈঠকের জন্য তার আগের দিন অর্থাৎ ১৮ তারিখেই বীরভূমে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বোলপুরের বল্লভপুর তার থাকার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু এই সফর আপাতত বাতিল বলে ঘোষণা হল।

Advertisements

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও ৩১ শে মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন পরীক্ষা ও হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতীর বাংলাদেশ ভবন, শান্তিনিকেতন গৃহ। ৩১ শে মার্চ পর্যন্ত সোনাঝুড়ি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আর এসবের মাঝেই এবার বাতিল হল মুখ্যমন্ত্রীর সফর।

Advertisements