ঠাণ্ডায় কাবু বীরভূম, জাঁকিয়ে শীত গোটা রাজ্যে

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের ১২ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা গতকালই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ সহ কলকাতা কেউ বাদ যায়নি শৈত্যপ্রবাহের হাত থেকে। পাল্লা দিয়ে নামছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

শুক্রবার শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা জানা যায় ৬.৯° সেলসিয়াস, যা গতকালকের থেকেও ১° কম। গতকাল বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯° সেলসিয়াস। আর আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬° কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫° কম। সপ্তাহান্তে আরও তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩° কম। আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫° কম।

বাধাহীন উত্তুরে হাওয়া রাজ্যের এই ১২ জেলার তাপমাত্রাকে নিম্নমুখী করতে ত্বরান্বিত করেছে।তিনদিন আগে ও জেলাজুড়ে তাপমাত্রা অনেকটা বেশি থাকলেও একধাক্কায় তা কমে শৈত্যপ্রবাহের আবহ তৈরি করেছে। জাঁকিয়ে এই শীত আগামী কয়েক দিন চলবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।