নিজস্ব প্রতিবেদন : ২০২২ শিক্ষাবর্ষে বীরভূম জেলা স্কুলে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হচ্ছে। প্রাক্-প্রাথমিক, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য এই ফর্ম বিতরণ শুরু হলো ৭ ডিসেম্বর থেকে। ফর্ম বিতরণ করার এই প্রক্রিয়া চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
ফর্ম বিতরণের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, ফর্ম বিতরণ করার সময় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ফর্ম বিলি করা হবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শনিবার ফর্ম বিতরণ করা হবে দুপুর দুটো পর্যন্ত। তবে আগামী ৯ ডিসেম্বর স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফর্ম বিতরণ বন্ধ থাকবে।
ফর্ম জমা দেওয়া শুরু হবে ১১ ডিসেম্বর থেকে এবং তা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম জমা নেওয়া হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শনিবার ফর্ম জমা করা হবে দুপুর দুটো পর্যন্ত। তবে আগামী ৯ ডিসেম্বর স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফর্ম জমা বন্ধ থাকবে।
ফর্ম তোলার সময় অবিভাবকদের আনতে হবে শিক্ষার্থীর জন্ম শংসাপত্রের প্রতিলিপি। ভর্তির জন্য ১৭ ডিসেম্বর লটারি হবে। স্কুল থেকে ফর্ম সংগ্রহ করার পাশাপাশি অভিভাবকরা অনলাইনে (www.banglarshiksha.gov.in) ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।
ফর্ম তোলার জন্য শিক্ষার্থীর যে বয়স হতে হবে তার চেয়ে হিসাব দেওয়া হয়েছে তা হলো প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য জন্ম ২০১৬ সালে হতে হবে। পঞ্চম শ্রেণির জন্য জন্ম ২০১১ সালে হতে হবে। সপ্তম শ্রেণির জন্য জন্ম ২০০৯ সালে হতে হবে। অষ্টম শ্রেণির জন্য জন্ম ২০০৮ সালে হতে হবে।