Bird Flu: বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বাংলা, বাসা বাঁধছে শিশুর শরীরে! বিপত্তিতে পড়ার আগেই বুঝে নিন লক্ষণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bird flu scare is again in Bengal: আবারো বাংলা কাঁপাতে ছড়িয়ে পড়েছে ভয়ংকর রোগ বার্ড ফ্লু। বিগত পাঁচ বছর পর আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই রোগ। আড়াই বছরের শিশুর মধ্যেও পাওয়া গেছে এই ভাইরাস। ভয়ংকর রোগ নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসকদের। কিভাবে বুঝবেন বার্ড ফ্লু-তে আতঙ্ক (Bird Flu) হয়েছেন কিনা? তার প্রতিরোধী বা কি রয়েছে? জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisements

প্রসঙ্গত, বার্ড ফ্লু একটি ভয়াল সংক্রমণ রোগ। যার নামের মধ্যেই রয়েছে উৎস। অর্থাৎ বিভিন্ন বন্য পশু পাখিদের শরীর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষের শরীরে। যা পরবর্তীতে একের পর এক মানুষের শরীরে প্রবেশ করে আক্রান্ত করে। বিশেষত এই ভাইরাসযুক্ত পাখিরা তাদের মল শ্লেষ্মার মাধ্যমে এই ভাইরাস নির্গত করে। যা মানুষের নাক, মুখ শরীরের সংস্পর্শে এলে সেই ভাইরাসে সংক্রামিত হয়। ইতিমধ্যেই সেই ভাইরাসে আবার ফিরে এসেছে বাংলায়।

Advertisements

খবর বলছে ইতিমধ্যেই দেশের দুই শিশুর শরীরে পাওয়া গিয়েছে বার্ড ফ্লু H5N1 গোত্রের ভাইরাস। কলকাতা এবং উত্তরবঙ্গের দুই শিশুর এই ভাইরাসের সংক্রামিত উপসর্গ বা লক্ষণগুলিও একই। একজনের বয়স আড়াই এবং একজনের বয়স ৪ বছর। বর্তমানে দুজনেই কিছুটা সুস্থ রয়েছেন। বিশেষত বাচ্চাদের উপরই এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই আতঙ্ক থেকে বাঁচতে এবং বাঁচাতে জেনে নিন বার্ড ফ্লু (Bird Flu)-এর উপসর্গ এবং প্রতিরোধ করার উপায়।

Advertisements

আরও পড়ুন ? Bird Flu Alert: মাংস-ডিম খাওয়া যাবে না? বাংলায় বার্ড ফ্লু আতঙ্কের মাঝেই বড় বার্তা স্বাস্থ্য সচিবের

বার্ড ফ্লুয়ের (Bird Flu) উপসর্গ
  1. কাঁপুনি দিয়ে তীব্র জ্বর, ঠান্ডা লাগা, বমি বমি ভাব, খুসখুসে কাশি, মাথা ব্যাথা এই প্রাথমিক উপসর্গগুলি দেখা যায়।
  2. এছাড়াও গুরুতর শ্বাসকষ্ট, অন্ত্রের সমস্যা এবং নিউমোনিয়া দেখা দিতে পারে।
  3. ডায়রিয়া, বুকে ব্যথা, পেট ব্যথা, শারীরিক কর্মক্ষমতার পরিবর্তন এবং গুরুতর পর্যায়ে খিচুনি পর্যন্ত হতে পারে।
প্রতিরোধের উপায়
  1. উপরে উল্লেখিত উপসর্গ বা লক্ষণগুলি মূলত ভাইরাস সংক্রমণের তিন থেকে পাঁচ দিন পর অনুভূত হয়।
  2. তবে এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসঙ্গের সাথে যোগাযোগ করতে হবে।
  3. এছাড়াও এই ভাইরাস থেকে দূরে থাকতে হলে বিভিন্ন বন্য পশু পাখি থেকে দূরে থাকতে হবে।
  4. পোল্ট্রি সেক্টর বা কোনো মুরগির বাজার দোকান থেকে দূরে থাকতে হবে।
  5. হাত, নাক, মুখ ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা হাতে কোনো কিছু না করাই উচিত।
  6. বারংবার হ্যান্ড স্যানিটাইজার করা এবং সাবান দিয়ে হাত ধুতে হবে।
Advertisements