জন্ম মৃত্যু সার্টিফিকেট পাওয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে রাজ্য আনছে নতুন পোর্টাল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জন্ম মৃত্যু শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে বহুজনের সম্মুখীন হতে হয়। সরকারি হাসপাতাল অথবা কোন বেসরকারি হাসপাতালে জন্ম অথবা মৃত্যুর পর তার শংসাপত্র নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের ছুটে যেতে হয় পৌরসভা অথবা পঞ্চায়েতে। শুধু ছুটে যাওয়া নয় তারপর আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কখনো কখনো আবার পায়ের চটি ক্ষয় হয়ে যাওয়ার মতো অবস্থাও তৈরি হয়।

Advertisements

এবার এই সকল ঝঞ্ঝাট থেকে যেন রাজ্যের বাসিন্দারা রক্ষা পান তার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার হাসপাতাল থেকেই মিলবে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট। এর জন্য রাজ্য সরকার নতুন একটি পোর্টাল চালু করতে চলেছে। যদিও এই পোর্টালের নামকরণ এখনো পর্যন্ত করা হয়নি। জানা যাচ্ছে এর নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

জানা যাচ্ছে বর্তমান যে নিয়ম রয়েছে সেই নিয়মের পরিবর্তন হতে পারে আগামী এপ্রিল মাস থেকে। নিয়মের পরিবর্তন হওয়ার পর হাসপাতাল বা মেডিক্যাল কলেজ, এমনকী মাতৃসদন থেকেও বার্থ সার্টিফিকেট নিয়েই বাড়ি ফিরবে নবজাতক। একইভাবে কোন ব্যক্তির মৃত্যু হলেও তার পরিবার সেখান থেকেই পেয়ে যাবেন মৃত্যু শংসাপত্র।

Advertisements

রাজ্য সরকারের নতুন পোর্টাল লঞ্চ করার পিছনে একাধিক উদ্দেশ্য রয়েছে। যেমন জন্ম সার্টিফিকেট পাওয়ার পর যদি ঠিকানা পরিবর্তনের কোনো রকম প্রয়োজন হয়ে থাকে তাহলে পরে অনলাইনে ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করলে এবং প্রয়োজনীয় নথি জমা দিলে বার্থ সার্টিফিকেটের ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। জন্ম এবং মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে আধুনিকতার এই ছোঁয়া মানুষের ভোগান্তি দূর করবে বলেই মনে করা হচ্ছে।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, নতুন এবং রাজ্য সরকারের নিজস্ব এই পোর্টাল লঞ্চ করার ক্ষেত্রে সমস্ত রকম ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে কিছু কাজ বাকি রয়েছে এবং সেই সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর এপ্রিল মাসেই এই পোর্টাল লঞ্চ হয়ে যাবে। পোর্টালের কাজ শুরু হয়ে যাবে এপ্রিল মাসের গোড়া থেকেই।

Advertisements