Biswa Bangla Gate: নতুন বছরে রাজ্যবাসী পেতে চলেছে নতুন একটি খবর। আজকের এই প্রতিবেদনে এমন একটি তথ্য সম্পর্কে জানতে পারবেন যা রীতিমতো চমকে দেবে আপনাকে। তবে রাজ্যের মধ্যে সবথেকে বেশি খুশি হবে দুর্গাপুরবাসীরা। সোশ্যাল মিডিয়াতে একটি খবর বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই। নিউটাউনের পর বিশ্ববাংলা গেট তৈরি হতে চলেছে দুর্গাপুরে এবং এর জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি যখনই সামনে এসেছে বিভিন্ন মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে অনেকগুণ।
পশ্চিমবঙ্গ সরকার বরাবর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার বিভিন্ন জায়গার উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কারণেই রাজ্য সরকার জেলায় জেলায় তৈরি করছে উন্নত রাস্তা, এমনকি পাশপাশি জোর দেওয়া হচ্ছে পর্যটন ক্ষেত্রেও।
রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে, কলকাতার মতো সংলগ্ন জেলা ও রাজ্যের গুরুত্বপুর্ণ এলাকাগুলিকে আরো বেশি ঝাঁ চকচকে করে তোলার জন্য। আজকে এমন একটি খবর সামনে আনা হবে যা সত্যিই চমকিয়ে দেবে রাজ্যবাসীকে। সেটা হলো দুর্গাপুরে তৈরি হতে চলেছে বিশ্ববাংলা গেট (Biswa Bangla Gate) । দুর্গাপুর হলো রাজ্যের শিল্পশহর তাই এর গুরুত্ব স্বাভাবিকভাবেই অনেক বেশি। এখানে যে শুধুই কলকারখানা আছে তা কিন্তু নয়, পাশাপাশি সেখানে রয়েছে সবুজের সমারোহ।
আরও পড়ুন:Kolkata Metro: হাওড়া-সল্টলেক মেট্রো চালু হচ্ছে কবে, পরিবর্তন হলো নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটেও
দুর্গাপুর শহর সব মিলিয়ে একটি মনোরম জায়গা। দুর্গাপুর শহরের আশেপাশে বহু গ্রামগঞ্জ রয়েছে যা পরিবেশকে আরো বেশি মনোরম করে তোলে। কলকারখানা ও আশেপাশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের কেন্দ্রবিন্দু এই দুর্গাপুর। বছরের বিভিন্ন সময়ে এখানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রয়েছেন পরিযায়ী শ্রমিক কিংবা নিখাদ ভ্রমণকারী। এইসব বিভিন্ন কারণের জন্যই দুর্গাপুরকে আরো নজরকাড়া করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেই বিষয়ে স্পষ্ট উঠে এসেছে। একটি নজরকারা জিনিস (Biswa Bangla Gate) নির্মিত হতে চলেছে দুর্গাপুর শহরে। জল্পনা অনুযায়ী, এই নির্মাণকার্য হবে নিউটাউনের বিশ্ববাংলা গেটের অনুরূপ। নিউটাউনের বিশ্ববাংলা গেট প্রায় প্রত্যেক রাজ্যবাসীর কাছেই একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। ব্যস্ততম শহরের মাঝখানে তৈরি হওয়া এই ঝুলন্ত রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। এখন কলকাতার মতো দুর্গাপুরও রাজ্যের গুরুত্বপুর্ণ একটি কেন্দ্র এবং এখানেও তৈরি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি রাজ্য সরকারের একটি উন্নয়নমূলক কাজ। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপুরের সিটি সেন্টারের ডিভিসি মোড়ের কাছে তৈরি হবে বিশ্ব বাংলা গেটের আদলে আরো একটা গেট। রাজ্য সরকার শীঘ্রই শুরু করতে চাইছে এর নির্মাণকার্য।