Diamond Harbour BJP Candidate: রুদ্রনীল, কৌস্তভ, শঙ্কুদেব অতীত! ডায়মন্ড হারবারে এই পুরাতন সেনাকে প্রার্থী করল বিজেপি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের ৪১টিতে প্রার্থী ঘোষণা করে দিলেও একটি কেন্দ্রে সোমবার পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। সেই কেন্দ্রটি আবার যেমন তেমন কেন্দ্র নয়, সেই কেন্দ্র অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার। দীর্ঘদিন ধরে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে কোন প্রার্থী ঘোষণা না করার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছিল। অবশেষে মঙ্গলবার বিজেপির তরফ থেকে ডায়মন্ড হারবারের প্রার্থীর (Diamond Harbour BJP Candidate) নাম ঘোষণা করা হলো।

Advertisements

রাজ্যে যেসকল হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে সেই সকল হাইভোল্টেজ কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র হিসেবে সবসময় অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবারকে ধরা হয়ে থাকে। যে লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মনে করা হচ্ছিল বিজেপি এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জিকে টেক্কা দিতে কোন নামী তারকাকে দাঁড় করাতে পারে।

Advertisements

তবে কোন নামী মুখ নয়, বরং বিজেপির তরফ থেকে এই কেন্দ্রে ভরসা রাখা হলো স্থানীয় এবং দলের পুরাতন সৈনিকের উপর। ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার অভিষেকের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। স্থানীয় মুখ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাসের নাম ঘোষণা হতেই তাকে নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। এখন দেখে নেওয়া যাক কে এই অভিজিৎ দাস?

Advertisements

আরও পড়ুন ? Abhishek Banerjee Property: সম্পত্তি নিয়ে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! জানেন কত টাকার মালিক অভিষেক

অভিজিৎ দাস ওরফে ববি হলেন দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি। বর্তমানে তিনি রাজ্য বিজেপির একজন সদস্য। অভিজিৎ দাসকে ডায়মন্ড হারবারের প্রার্থী করার বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার খোদ সুপারিশ জানিয়েছিলেন বলে সূত্রের খবর। আর সেই অনুযায়ী তার নামে শিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে লড়াইয়ে নামা অভিজিৎ দাস স্বচ্ছ ভাবমূর্তির একজন ব্যক্তিত্ব। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরেই দলের একনিষ্ঠ কর্মী।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রাজ্যের অন্যতম একটি হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র হওয়ার কারণে এখানে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরেই বিস্তর দ্বিধাদ্বন্দ্ব চলছিল। কখনো এই কেন্দ্রে রুদ্রনীল, কখনো কৌস্তুভ, কখনো আবার শঙ্কুদেবের মত নেতাদের প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছিল। তবে সেসবকে অতীত করে এই কেন্দ্রের এবার প্রার্থী হলেন অভিজিৎ দাস।

Advertisements