ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের উপ নির্বাচন নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে পক্ষে বিপক্ষে তরজার পর অবশেষে নির্বাচন কমিশন ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা করেছে। ভোটগ্রহণ ৩০ সেপ্টেম্বর এবং গণনা ৩ অক্টোবর। প্রত্যাশা অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

তবে এর পরেই সকলের মধ্যে কৌতূহল মমতা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে বিরোধী দল বিজেপির কে নামবেন প্রতিদ্বন্দিতায়। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপির প্রার্থী হিসেবে উঠে আসছিল মোট ছয় জনের নাম।

Advertisements

যাদের মধ্যে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলীর নেতা-নেত্রীদের নাম। তবে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামের উপরেই সিলমোহর দিলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ছাড়াও ওই একই দিনে ভোটগ্রহণ হবে শেষ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়নি অর্থাৎ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে। এই দুটি কেন্দ্রের জন্যও বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করল শুক্রবার। সামসেরগঞ্জের বিজেপি প্রার্থী মিলন ঘোষ, জঙ্গিপুরে লড়বেন সুজিত দাস।

গণেশ চতুর্থীর শুভদিনকে সামনে রেখে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজই মনোনয়নপত্র জমা দেবেন। আর এই শুভদিনেই বিজেপি তাদের তিনটি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল। প্রসঙ্গত, একুশের ভোটে এন্টালি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে সেখানে পরাজয় হয় তাঁর।

Advertisements