নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের পথে হেঁটেই এবার একুশের বিধানসভা নির্বাচনে একাধিক টলি তারকা অভিনেতা-অভিনেত্রীকে প্রার্থী হিসাবে মনোনীত করে গেরুয়া শিবির। আর এই সকল টলি তারকা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বিজেপির অন্যতম প্রার্থী হলেন অঞ্জনা বসু। তিনি দীর্ঘদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন এবং এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন।
অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে হলফনামা পেশ করেছেন। যে হলফনামা থেকে জানা যাচ্ছে তার মোট সম্পত্তির পরিমাণ এবং শিক্ষাগত যোগ্যতা। জানা যাচ্ছে কলকাতা ও শান্তিনিকেতনে তিনটি বাড়ি রয়েছে তার।
অঞ্জনা বসু হলফনামায় জানিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে ছিল ৫০ হাজার টাকা এবং তার স্বামী সুমন্ত্র বসুর হাতে ছিল ৬০ হাজার টাকা। গাড়ি, সোনার গয়না, ব্যাঙ্ক ডিপোজিট এবং অন্যান্য খাতে বিনিয়োগ নিয়ে তার মোট বিনিয়োগের পরিমাণ হল ৭১ লক্ষ ৬৩ হাজার ৯৮১ টাকা। এই সকল একই খাতে থাকা হিসেব অনুযায়ী তার স্বামীর মোট বিনিয়োগের পরিমাণ হল ৭ লক্ষ ৪৫ হাজার টাকা।
অঞ্জনা বসুর নামে যে সকল বাসযোগ্য বাড়ি রয়েছে তার বর্তমান বাজার মূল্য হল ৪৬ লক্ষ টাকা। এছাড়াও তার স্বামীর নামে থাকা বাসযোগ্য বাড়ির বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। এছাড়া আর কোন চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি তাদের নামে নাই বলেই তারা জানিয়েছেন হলফনামায়। পাশাপাশি তাদের কোনো ঋণ নেই বলেও তারা জানিয়েছেন।
[aaroporuntag]
হলফনামা থেকে জানা যাচ্ছে অভিনেত্রী অঞ্জনা বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় ১৯৯৩ সালে কলা বিভাগে অনার্স নিয়ে স্নাতকোত্তর হন। কিন্তু আর তারপর পড়াশোনা হয়নি। তারপর তিনি অভিনয় জগতে মন দেন।