প্রচারে গিয়ে আক্রান্ত দুবরাজপুরের বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর, আহত দশের বেশি

Laltu Mukherjee

Updated on:

লাল্টু : বীরভূমের ভোট এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক অশান্তি। রবিবার প্রচারের সময় দুবরাজপুরের বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টির ঘটনা ঘটলো। ঘটনায় প্রার্থীর গাড়ি কাঁচ ভেঙে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা গিয়েছে, রবিবার দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহা লোকপুর সহ একাধিক এলাকায় প্রচার সেরে যখন খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের ভাদুলিয়া গ্রামে পৌঁছান সেই সময় বেশ কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে তার গাড়ি আটকান এবং গাড়ি লক্ষ্য করে ইঁট ছুঁড়তে শুরু করেন। ঘটনায় ভেঙে যায় বিজেপি প্রার্থী অনুপ সাহার গাড়ির কাঁচ। কোনক্রমে এলাকা থেকে বেরিয়ে আসেন অনুপ সাহা। পরে এই ঘটনাকে কেন্দ্র করে আরও অশান্তি ছড়ায় এলাকায়। যে ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের বেশি বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী অনুপ সাহার অভিযোগ, “তৃণমূলের ফ্ল্যাগ এবং ‘খেলা হবে’ টি-শার্ট পরে অতর্কিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়। আমি আমার গাড়ি নিয়ে কোনক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে আসি। তবে এই ঘটনায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত এবং ওই এলাকার ১২ থেকে ১৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। সম্পূর্ণ পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালিয়েছে।”

অনুপ সাহার আরও অভিযোগ, “বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল যেভাবে প্রতিনিয়ত খেলা হবে এবং অন্যান্য প্ররোচনামূলক, উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন তারই প্রতিফলন এই সকল ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো।” এই ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা।

[aaroporuntag]
অন্যদিকে ঘটনার খবর পেয়ে লোকপুর থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।