নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসকদল তৃণমূলের মত গেরুয়া শিবির একসাথে প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা না করলেও ধাপে ধাপে তৃণমূলের মতই তারকা প্রার্থী ঘোষণা করে চমক দিচ্ছে। বুধবার বিজেপির তরফ থেকে নতুন করে চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যে প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী।
এদিন বিজেপি চার বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া দক্ষিণ, বারুইপুর পূর্ব, ফালতা ও জগৎবল্লভপুরের প্রার্থীদের নাম ঘোষণা করে। আর সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে বারুইপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী হলেন চন্দন মণ্ডল, ফলতা কেন্দ্রের প্রার্থী হলেন বিধান পাড়ুই, জগৎবল্লভপুর কেন্দ্রের প্রার্থী হলেন অনুপম ঘোষ এবং পাপিয়া অধিকারী প্রার্থী হলেন উলুবেরিয়া দক্ষিণের। আর এই পাপিয়া অধিকারী নাম প্রার্থী তালিকায় উঠে আসায় তা চমক বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
পাপিয়া অধিকারী প্রতিদ্বন্দ্বীতা করবেন মূলত শাসকদলের দীর্ঘদিনের সংগঠক পুলক রায়ের বিরুদ্ধে। যে কারণে এই প্রতিদ্বন্দ্বীতা পাপিয়া অধিকারী কাছে বড় চ্যালেঞ্জ করতে বলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আর এই কেন্দ্রে তারকা বনাম সংগঠকের প্রতিদ্বন্দিতায় ফলাফল কি আছে তার দিকে তাকিয়ে রাজ্যের বাসিন্দারা।
[aaroporuntag]
প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকায় পাপিয়া অধিকারী ছাড়াও ইতিমধ্যেই তারকা প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার এবং অঞ্জনা বসুর মতো টলিউড অভিনেতা অভিনেত্রীরা।