BJP 1st Candidate List 2024: বোলপুর সহ ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বাংলার ২০

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও শনিবার দেশের ১৯৫ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় (BJP 1st Candidate List 2024) একাধিক চমক রয়েছে। কেননা প্রথম প্রার্থী তালিকাতে প্রত্যাশা মতই জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য একাধিক হেভিওয়েটরা।

দেশের ১৯৫ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে প্রথম তালিকাতেই বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হল। বাংলার প্রার্থী তালিকাতেও রয়েছে চমক। বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের মধ্যে আবার বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্র এবং পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের মতো লোকসভা কেন্দ্রও জায়গা পেয়েছে।

বিজেপির তরফ থেকে প্রথম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় গত দু’বারের মতো বারাণসী কেন্দ্র থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও এই প্রার্থী তালিকায় ২৮ জন মহিলাকে প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গে যেখানে অধিকাংশ সময়ই রাজ্যের শাসক দল তৃণমূলকে আগাম প্রার্থী ঘোষণা করতে দেখা যায় সেই জায়গায় বিজেপি ৪২ টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তাদের আগেই।

আরও পড়ুন 👉 Lok Sabha Election 2024 Survey: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল, কত পাবে বিজেপি!

পশ্চিমবঙ্গের যে ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম বিজেপির তরফ থেকে ঘোষণা করা হলো তাতে দেখা যাচ্ছে, কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু, মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরের প্রার্থী নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার, বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুর, জয়নগরের প্রার্থী অশোক কান্ডারী।

যাদবপুরের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী, হাওড়ার প্রার্থী রথীন চক্রবর্তী, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারী, ঘাটালের প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়, পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার, বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ, আসানসোলের প্রার্থী পবন সিং এবং বোলপুরের প্রার্থী প্রিয়া সাহা।