বিজেপির কাছে কি চান, জানাতে পারবেন আপনিও, চালু হলো নয়া কর্মসূচি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে গেরুয়া শিবির ঝাঁপিয়ে পড়েছে বাংলার সিংহাসন দখল করতে। আর এই লক্ষ্য নিয়ে রাজ্যে প্রতিনিয়ত আনাগোনা বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়ার পাশাপাশি নানান কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে তাদের। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আর তারই মাঝে এবার আমজনতার মতামত নিয়ে ইস্তেহার প্রকাশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামলো বিজেপি।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার কলকাতার হেস্টিংস দপ্তর থেকে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিজেপির তরফ থেকে জেপি নাড্ডার হাত দিয়ে চালু করা হলো নতুন কর্মসূচি ‘লক্ষ্য সোনার বাংলা’। কর্মসূচি সফল করতে বিজেপির তরফ থেকে পথে নামানো হয়েছে মোবাইল ভ্যান বা এলইডি রথ। এই মোবাইল ভ্যান বা এলইডি রথগুলি আগামী শনিবার থেকে যাত্রা শুরু করবে এবং রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় ঘুরে বেড়াবে। আর ওই মোবাইল ভ্যানগুলিতে থাকবে একটি করে সাজেশনস ড্রপ বক্স।

Advertisements

এর পাশাপাশি রাজ্যজুড়ে আরও ৩০ হাজার সাজেশনস ড্রপ বক্স রাখা হবে। সাজেশনস ড্রপ বক্স ছাড়াও হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নম্বরের ভিত্তিতেও আমজনতার থেকে পরামর্শ চাওয়া হবে। নম্বরটি হলো ৯৭২৭২৯৪২৯৪ আর সেই সকল পরামর্শের উপর নির্ভর করে বঙ্গ বিজেপি নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বলে জানিয়েছে। অর্থাৎ আপনি বিজেপির থেকে কিচান জানাতে পারবেন ওই সকল সাজেশনস ড্রপ বক্সের মাধ্যমে।

নতুন এই কর্মসূচির উদ্বোধন করার পর জেপি নাড্ডা জানান, “আমরা মনে করি একইভাবে সোনার বাংলা গড়তে হবে তা জানেন বঙ্গবাসীরা। তাই আমাদের ইস্তেহার তৈরি করার আগে রাজ্যের ২ কোটি মানুষের মতামত এবং পরামর্শ নেওয়া হবে। আর তাদের মতামত নিয়েই এগিয়ে চলবে বঙ্গ বিজেপি।”

[aaroporuntag]
তবে সাধারণ মানুষের মতামত এবং পরামর্শ নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার লক্ষ্যে বঙ্গ বিজেপি নামলেও ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আভাস দিয়েছেন কি কি থাকতে পারে ইস্তেহারে। সে বিষয়ে তিনি জানিয়েছেন, “বাংলায় বিজেপি সরকার এলে চালু করা হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পগুলি। পাশাপাশি চালু করা হবে সপ্তম বেতন কমিশন।”

Advertisements