নিজস্ব প্রতিবেদন : লোকসভায় CAB বিলের উপস্থাপন থেকেই এই বিল নিয়ে দেশজুড়ে নানান মত দেখা গেছে। দেশজুড়ে এই বিল ও আইন নিয়ে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠের অনুমোদনে এই বিল পাশ হয়ে আইনে পরিণত হয়। বর্তমানে CAA নিয়ে সমগ্র দেশ উত্তাল। পশ্চিমবাংলা সহ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তাদের রাজ্যে এই আইনকে কার্যকর করা হবে না।
সব মিলিয়ে উত্তাল পরিস্থিতির মাঝে এই আইনের পক্ষে মানুষের রায় জানতে সম্প্রতি বিজেপির তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হলো। বিজেপির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল ও অল ইন্ডিয়া রেডিও একটি করে ট্যুইট করেছে এই বিষয়ে।
অল ইন্ডিয়া রেডিওর তরফ বলা হয়েছে, ‘এই আইনের সমর্থন জানাতে বিজেপির তরফ থেকে একটি নাম্বার চালু করা হয়েছে। যে নাম্বারে সাধারণ মানুষ মিসড্ কল জানিয়ে CAA কে সমর্থন করতে পারেন। এই নাম্বারটি হলো ৮৮৬৬২৮৮৬৬২।’
BJP launches toll-free number 8866288662 for people to give missed calls to register their endorsement of Citizenship (Amendment) Act, #CAA.
— All India Radio News (@airnewsalerts) January 3, 2020
বিজেপির তরফ ট্যুইট করে লেখা হয়েছে, ‘নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ কে সমর্থন করার জন্য ৮৮৬৬২৮৮৬৬২ নাম্বারে মিসড্ কল দিন।’
नागरिकता संशोधन अधिनियम - 2019 को अपना समर्थन देने के लिए 8866288662 पर मिस्ड कॉल करें। #IndiaSupportsCAA pic.twitter.com/AJ819hv6Ul
— BJP (@BJP4India) January 2, 2020
শুক্রবার যোধপুরের সভা থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই নাম্বারে মিসড্ কল দিতে বলার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘শরণার্থীরা মমতাকে ভয় পাবেন না। মমতা দিদি শরণার্থীরা আপনার কী ক্ষতি করেছে? আপনি কেন এর বিরোধিতা করছেন?’