নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) -এর সমর্থন পেতে নাম্বার চালু করলো বিজেপি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভায় CAB বিলের উপস্থাপন থেকেই এই বিল নিয়ে দেশজুড়ে নানান মত দেখা গেছে। দেশজুড়ে এই বিল ও আইন নিয়ে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠের অনুমোদনে এই বিল পাশ হয়ে আইনে পরিণত হয়। বর্তমানে CAA নিয়ে সমগ্র দেশ উত্তাল। পশ্চিমবাংলা সহ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তাদের রাজ্যে এই আইনকে কার্যকর করা হবে না।

Advertisements

সব মিলিয়ে উত্তাল পরিস্থিতির মাঝে এই আইনের পক্ষে মানুষের রায় জানতে সম্প্রতি বিজেপির তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হলো। বিজেপির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল ও অল ইন্ডিয়া রেডিও একটি করে ট্যুইট করেছে এই বিষয়ে।

Advertisements

অল ইন্ডিয়া রেডিওর তরফ বলা হয়েছে, ‘এই আইনের সমর্থন জানাতে বিজেপির তরফ থেকে একটি নাম্বার চালু করা হয়েছে। যে নাম্বারে সাধারণ মানুষ মিসড্ কল জানিয়ে CAA কে সমর্থন করতে পারেন। এই নাম্বারটি হলো ৮৮৬৬২৮৮৬৬২।’

Advertisements

বিজেপির তরফ ট্যুইট করে লেখা হয়েছে, ‘নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ কে সমর্থন করার জন্য ৮৮৬৬২৮৮৬৬২ নাম্বারে মিসড্ কল দিন।’

শুক্রবার যোধপুরের সভা থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই নাম্বারে মিসড্ কল দিতে বলার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘শরণার্থীরা মমতাকে ভয় পাবেন না। মমতা দিদি শরণার্থীরা আপনার কী ক্ষতি করেছে? আপনি কেন এর বিরোধিতা করছেন?’

Advertisements