নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কান্ড থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা, একের পর এক তৃণমূল নেতা পেয়েছেন সিবিআইয়ের। তবে এবার এই সকল তৃণমূল নেতাকে ছাড়িয়ে তলব পেলেন বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মন্ডল।
সিবিআইয়ের তরফ থেকে গত ৫ জুন কালোসোনা মন্ডলকে তলব করার পরিপ্রেক্ষিতে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল দশটার সময় তাকে দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কি কারণে তাকে তলব করা হয়েছে তা সম্পর্কে কিছু বলতে পারেননি বিজেপি নেতা কালোসোনা মন্ডল।
বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালো সোনা মন্ডল এই বিষয়ে জানিয়েছেন, ‘সিবিআই আমাকে তলব করেছে। এই তলবের পরিপ্রেক্ষিতে আগামীকাল তিনি সিবিআই দফতরে যাবেন এবং হাজিরা দেবেন।’ হাজিরা দিতে তার কোন সমস্যা নেই বলেও তিনি জানিয়েছেন। তবে মনে করা হচ্ছে তাকে ভোট পরবর্তী হিংসার যে মামলা সিবিআই নিজেদের হাতে নিয়েছে তারই পরিপ্রেক্ষিতে তলব করা হয়েছে।
ভোট-পরবর্তী হিংসায় জেলার একাধিক তৃণমূল নেতা সিবিআই তলব পেয়েছেন। পাশাপাশি আরও অনেকেই তলব পেয়েছেন। প্রত্যেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে, তারা এই সময়কালে কোন না কোন বিষয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গেও কালোসোনা মন্ডলের যোগাযোগ ছিল?
যদিও এই প্রশ্নের উত্তরে কালোসোনা মন্ডল জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসা চলার সময় তিনি সেই সকল হিংসা কমানোর জন্য বিভিন্ন তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিদের ফোন করেছিলেন। তবে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কোনো কথা হয়নি অথবা অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।