নিজস্ব প্রতিবেদন : বাংলায় ভোট চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী এবং প্রার্থীদের করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছিল। এমনকি আক্রান্ত হয়ে বেশ কয়েকজন প্রার্থী ও বিধায়কের প্রাণহানির ঘটনাও ঘটেছে। আর এবার ভোট পর্ব মিটে যাওয়ার পর করোনা আক্রান্ত হলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। দিন কয়েক আগেই তিনি বিধায়ক পদে শপথ গ্রহণ করেছেন এবং বিজেপির দলীয় বৈঠকে অংশগ্রহণও করেছেন।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই মুকুল রায়ের শরীর অসুস্থ থাকার পর করোনার উপসর্গ দেখা দেয়। আর এই উপসর্গ দেখা দিতে তিনি পরীক্ষা করান এবং সেই রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসার পরই তিনি হোম আইসোলেশনে থাকতে শুরু করেন। অন্যদিকে মুকুল রায়ের স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অসুস্থতা একটু বেড়ে যাওয়ায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
[aaroporuntag]
গত বছর মুকুল রায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাইপাসের ধারে একটি নার্সিংহোমে তার অস্ত্রোপচার হয়েছিল। আর এবার ভোট পর্ব মিটে যাওয়ার পর করোনা আক্রান্ত হলেন তিনি।