অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপি

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সবসময়ই তার বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। ভোটের আগে প্রতিবার তাকে নানান ধরনের নিদান দিতে দেখা যায়। আর এই সকল নিদানই তাকে আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলে।

শাসক দলের অন্যতম প্রভাবশালী এই তৃণমূল নেতাকে দেখা গিয়েছে প্রকাশ্য জনসভায় কখনো বিজেপি কর্মীদের অ্যারেস্ট করার মতো নির্দেশ দিতে, কখনো আবার নিজেদের কর্মীকে জামিনে ছাড়ানোর জন্য সরকারি আইনজীবীকে নির্দেশ দিতে। তবে এই দুর্দন্ড প্রতাপ প্রভাবশালী নেতার বিরুদ্ধেই এবার থানায় লিখিত অভিযোগ! হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে।

গত ১৪ই সেপ্টেম্বর রাতে বীরভূমের মল্লারপুর থানায় বীরভূম জেলার বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, গত জুলাই মাসের ১৫ তারিখ মল্লারপুরে তৃণমূলের একটি কর্মীসভায় অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের কারী বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় জানান, “অনুব্রত মণ্ডল গত ১৫ই জুলাই তাদের কর্মীসভায় প্রকাশ্যে বিজেপি কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি যাওয়ার পর থেকেই এলাকার বিজেপি কর্মীরা ভীতসন্ত্রস্ত রয়েছেন। এমনকি সেদিনের সেই ঘটনার পর থেকেই বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মীদের নির্যাতন বেড়ে গেছে এলাকায়। ঘটনার পর থেকেই মানসিকভাবে চাপে রয়েছে আমাদের এলাকার বিজেপি কর্মীরা।”

এর পাশাপাশি বিজেপি কর্মীদের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় সেদিনের সেই সভায় বর্তমান কোভিড নিয়মাবলী মানা হয়নি। সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্ক ব্যবহার না করেই এই সভা করা হয়েছিল। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।