হিমাদ্রি মণ্ডল : বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে সোমবার বীরভূম বিজেপির মহিলা মোর্চার সদস্যরা সিউড়ি থানার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আর এই কর্মসূচি থেকে বিজেপির মহিলা মোর্চার পুলিশকে লক্ষ্য করে নানান হুঁশিয়ারি দিতে দেখা যায়।
পাশাপাশি মহিলা মোর্চার এই কর্মসূচিতে উপস্থিত হয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল পুলিশকে লক্ষ্য করে সরাসরি হুঁশিয়ারি দেন, ‘আমরাও ঘুমাবো না, আপনাদেরও (পুলিশ) শান্তিতে ঘুমাতে দেবো না। প্রতিদিন জেলায় কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি রাখবো আর আপনাদের না খাইয়ে না দাইয়ে ছুটিয়ে ছুটিয়ে মারবো।’
বীরভূম বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “ভারতীয় জনতা পার্টির মায়েরা বোনেরা শান্তিতে ঘুমাতে পারেন না। আপনারা যদি মনে করেন বিজেপির লোককে ঘুমাতে দেবো না, তাহলে আমিও কথা দিলাম আমি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বীরভূম জেলার কোন পুলিশকে আমি শান্তিতে ঘুমোতে দেবো না। আমরা প্রত্যেকদিন জেলার কোথাও না কোথাও বিজেপির কোনো না কোনো কর্মসূচি রাখবো। আর আপনাদেরকে এইভাবে রোদে গরমে খেয়ে না খেয়ে দাঁড় করিয়ে রাখবো। অতএব আমরা ঘুমাবো না আপনাদের কেউ ঘুমাতে দেবো না।”
পাশাপাশি তিনি আরও জানান, “আপনারা যে সমস্ত মায়েরা এখানে আছেন আপনাদের কাছে আমি জোড়হাত করে অনুরোধ করছি, আপনারা দেখে চুপচাপ বসে থাকবেন না? এই ভাবে বেঁচে থাকার কোনো দাম নেই। আপনারা দুর্গার মত দশ হাতে দশটা অস্ত্র নিয়ে আপনারা রাস্তায় নামুন, যা কিছু হয় আমরা দেখে নেবো।”