‘বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারে অনুব্রতকে’

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অনুব্রত মণ্ডল, যার একের পর এক নিদান বাক্য বোমায় কুপোকাত হতে দেখা গিয়েছে বিরোধীদের, সেই দাপুটে তৃণমূল নেতা এখন অসুস্থ অবস্থায় এসএসকেএমের উডবার্নে। ৬ এপ্রিল থেকে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। তার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সুর চড়াতে লক্ষ্য করা যাচ্ছে বিরোধীদের।

Advertisements

গরু পাচার কাণ্ডে পঞ্চম বার পাওয়ার পর বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার দিনেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। বুকে ব্যথা অনুভব করায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবার পরে শোনা যায়, তার নাকি সংক্রমণ হয়েছে অণ্ডকোষে। এমন পরিস্থিতিতে তিনি আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না এমনটাই জানা গিয়েছে।

Advertisements

তবে এবার বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বিধায়ক। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। চাঁদপাড়ায় এক পথসভায় দাঁড়িয়ে এমন বিস্ফোরক মন্তব্য করতে লক্ষ্য করা যায় তাকে। তিনি বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা বন্দোপাধ্যায়’।

Advertisements

বিজেপির এই বিধায়কের বক্তব্য, “বগটুই কান্ড আমরা দেখেছি। যেখানে ১০ জন মানুষকে অসহায় অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে। আর তার যে মাস্টারমাইন্ড, সেই অনুব্রত মণ্ডল এখন পেট ফুলিয়ে উডবার্ন ওয়ার্ডে শুয়ে রয়েছেন। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উডবার্ন ওয়ার্ড থেকে তাকে আর ফিরতে দেবেন না। কারণ যে কুকেচ্ছা আছে, সব অনুব্রত মণ্ডল উগরে দিতে পারেন সিবিআই-এর কাছে। তাহলে ভাইপো থেকে পার্থ চট্টোপাধ্যায় সব রাঘব নেতারা জেলে যাবেন।”

বিজেপির এই বিধায়কের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। তবে এর পাল্টা দিতে দেখা গিয়েছে বনগাঁ তৃণমূল সভাপতি গোপাল শেঠকে। এই প্রসঙ্গে তিনি কটাক্ষ করে জানিয়েছেন, বিজেপির এই বিধায়ক সেই লেভেলের নেতা নন। অনুব্রত মণ্ডলের কি হবে তা বলার যোগ্যতা নেই বিজেপির এই বিধায়কের।

Advertisements