নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে করোনা থাবা বসিয়ে ছিল শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের ঘাড়ে। রাজ্যের প্রথম একজন মন্ত্রী হিসাবে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। যদিও তিনি সুস্থ হয়ে বর্তমানে বাড়ি ফিরেছেন। তবে শাসক দলের এই মন্ত্রী ছাড়াও বিধায়করাও করোনা আক্রান্ত হন। এমনকি করোনা আক্রান্ত হয়ে রাজ্যের শাসক দলের প্রথম কোন বিধায়ক তমোনাশ ঘোষকে প্রাণ হারাতে হয়। আর এবার করোনা থাবা বসালো রাজ্যের বিরোধী দল বিজেপির অন্দরমহলে। শুক্রবার করোনা আক্রান্ত হলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, দিন কয়েক ধরেই জ্বর, সর্দি, কাশি সহ একাধিক উপসর্গ দেখা দেয় সাংসদের শরীরে। যে কারণে তারপর থেকেই তিনি ছিলেন হোম আইসোলেশনে। পাশাপাশি করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আর শুক্রবার সকালে সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায় সাংসদ লকেট চ্যাটার্জির হাতে। আর রিপোর্ট হাতে আসতেই সাংসদ নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন।
I have tested postive for Covid19 this morning, having mild fever and was in self-isolation for the past one week. I will keep everyone posted. All is well.
— Locket Chatterjee (@me_locket) July 3, 2020
ট্যুইট করে তিনি লেখেন, “আজ সকালেই আমার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। বেশ কয়েকদিন ধরেই গায়ে হালকা জ্বর ও ব্যথা ছিল। গত এক সপ্তাহ ধরে আমি হোম আইসোলেশনে ছিলাম। বাকি বিষয়ে পরে জানাবো। আশা করি সবাই সুস্থ রয়েছেন। ভালো থাকবেন।”
তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোন সাংসদ হিসাবে হুগলির এই সংসদ লকেট চট্টোপাধ্যায় প্রথম করোনা আক্রান্ত হলেন। আর করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিজেই তা ট্যুইট করে সকলকে অবগত করলেন।