তৃণমূলের মিছিল থেকে বিজেপির দলীয় কার্যালয়ে ইঁট পাটকেল ছোঁড়ার অভিযোগ

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও সিএএ ও এনআরসি বিরুদ্ধে অশান্তি অব্যাহত। দিকে দিকে চলছে পথ অবরোধ, রেল অবরোধ। আর এমন বাতাবরণের মধ্যেই নতুন মাত্রা বিজেপির দলীয় কার্যালয়ে ইঁট পাটকেল ছোঁড়া, ভাঙচুর। ভাংচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

রবিবার বিকাল বেলায় ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মিছিল থেকে এই দলীয় অফিসে ইঁট পাটকেল ছোঁড়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। আজ বিকাল বেলায় এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে তৃণমূল। সেই মিছিল থেকেই ইঁট পাটকেল ছোঁড়া হয় এই দলীয় কার্যালয়ে।

বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের অভিযোগ, “আজ প্রমাণ হয়ে গেল তৃণমূলের মদতেই এই অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। কারণ গতকাল পর্যন্ত যাওয়া হয়নি তাই আজ হল।”

যদিও এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল জেলা নেতৃত্বের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।