ভোটের আগে বিদ্যুতের বিল ও বাংলা ভাষা নিয়ে চমকপ্রদ প্রতিশ্রুতি বিজেপির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতাদের নিয়ে যখন শাসক শিবির তৃণমূল বহিরাগত এবং বাংলা ভাষা প্রসঙ্গে একাধিকবার আক্রমণ শানাচ্ছে ঠিক সেই সময় ভোটের আগে বিজেপি বাংলা ভাষা সহ বাঙ্গালীদের নিয়ে প্রকাশ করা সংকল্প পত্রে চমক দিলেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বাঙালি আবেগ এবং কলকাতা বিজেপির সংকল্প পত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিলো। এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে অন্যতম ইস্যু বিদ্যুতের বিলও জায়গা করলো।

Advertisements

Advertisements

রবিবার সংকল্প পত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বিজেপি সরকার গড়লে বাংলা ভাষার উপর বিশেষ জোর দেওয়া হবে। যে কোন স্কুলে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা আবশ্যক করা হবে। বাংলা ভাষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ার সুবিধা করা হবে।”

Advertisements

এর পাশাপাশি বাংলা সংস্কৃতি নিয়ে একাধিক অংশ জায়গা করে নেয় বিজেপির সংকল্প পত্রে। বলা হয়, নোবেল প্রাইজের আদলে টেগোর প্রাইজ এবং অস্কার পুরস্কারের আদলে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার চালু করা হবে বিশ্বের প্রতিভাকে সম্মান জানানোর জন্য। বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে গড়ে তোলার জন্য ১১,০০০ কোটি টাকার সোনার বাংলা তহবিল তৈরি করা হবে।

[aaroporuntag]
অন্যদিকে সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিজেপির এই সংকল্প পত্রে বিদ্যুতের বিল এবং বিদ্যুৎ পরিষেবা প্রসঙ্গে বলা হয়, বিজেপি বাংলায় সরকার গড়লে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা যাতে কার্যকর থাকে তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ পরিষেবার সুবিধা পাবেন নাগরিকরা।

Advertisements