নিজস্ব প্রতিবেদন : বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে একাধিক প্রকাশ্য জনসভায়, এমনকি একাধিক সর্বভারতীয় মাধ্যমের টেলিভিশন চ্যানেলে লাগাতার কুকথায় আক্রমণ করতে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী থেকে বিজেপির নেতা কর্মীদের। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার কথায় আক্রমণ করার। আর এসবের পরিপেক্ষিতে এবার আইনি জটে জড়ালেন অনুব্রত মণ্ডল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে বিজেপির আইনি পরামর্শদাতা রাজা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। যদিও এই আইনি নোটিশকে পাত্তা দিতে নারাজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি তার তরফ থেকে এখনো জানানো হয়নি যে তিনি এই নোটিশ পেয়েছেন কিনা।
শুক্রবার মঙ্গলকোটের মাথরুন হাইস্কুলের মাঠে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে সম্মেলন শেষে অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে ‘জানোয়ার’ বলে আক্রমণ করেন। অনুব্রত মণ্ডল বলেন, “দিলীপ ঘোষ একেবারে ফালতু লোক। মা দুর্গা সম্বন্ধে বাজে কথা বলেছে। উনি জানোয়ার, নোংরা লোক।”
[aaroporuntag]
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক ইস্যুতে সভাপতি অনুব্রত মণ্ডলকে বিজেপির একাধিক নেতা নেত্রীদের একাধিকবার কুরুচিকর ভাষায় আক্রমণ করতে দেখা গেছে। এমনকি তিনি দিন কয়েক আগে লাভপুরের জনসভা থেকেও প্রধানমন্ত্রীকে ‘জানোয়ার’ বলে আক্রমণ করেন। আর এই সবের পরিপ্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠানো হয়েছে বিজেপির তরফ থেকে বলে জানা গিয়েছে।