‘বেশি দিন বাঁচতে পারবেন না’, অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়ে সুকান্ত মজুমদার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মাসখানেকের বেশি সময় ধরে অসুস্থ। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এমনকি দীর্ঘ সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের এই অসুস্থতা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisements

অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়ে এই প্রথম সুকান্ত মজুমদার মুখ খুললেন এমনটা নয়। এর আগেও একাধিক বিজেপি নেতা, এমনকি দিলীপ ঘোষ মুখও খুলেছেন। তারা এর আগে অনুব্রত মণ্ডলের এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করে জানিয়েছেন, তাকে মেরে ফেলা হতে পারে। আর এবার অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ‘বেশি দিন বাঁচতে পারবেন না’।

Advertisements

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বীরভূমের তারাপীঠের তারা মায়ের পুজো দিতে আসেন। সেখানে তারা মায়ের পূজা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি ইত্যাদি নিয়ে মুখ খোলেন। সেখানেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন উঠলে তার স্থায়িত্ব নিয়ে এমন উত্তর দেন তিনি।

Advertisements

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সুকান্ত মজুমদার জানান, “বেশ কিছুদিন অসুস্থ থাকবেন তিনি। আমরা জানি তো। তিনি অসুস্থ থাকবেন এবং অসুস্থ থেকে বাঁচার চেষ্টা করবেন। তবে বেশিদিন বাঁচতে পারবেন না এটুকু বলতে পারি।”

অনুব্রত মণ্ডল সম্প্রতি এপ্রিল মাসের ৬ তারিখ এসএসকেএম হাসপাতালে উডর্বান ওয়ার্ডে ভর্তি হন। তিনি ওই দিন গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে যাচ্ছিলেন হাজিরা দিতে। কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় অসুস্থতা বোধ করার কারণে সোজা পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে। তারপর সেখানে ভর্তি হন।

ভর্তি হওয়ার ১৭ দিন পর অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পান। তবে ছাড়া পাওয়ার পর ফের বুধবার মধ্যরাত থেকে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে ফের আনা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

Advertisements