অমরনাথ দত্ত : ইলামবাজার থানার অন্তর্গত বদিপুর গ্রামে আলিমুদ্দিন নামে এক বিজেপি কর্মীর ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য শেখ রহমত উল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে ইলামবাজারের সহ-সভাপতি দুলাল রায় দাবি করেন, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। বিজেপি রাজনৈতিক রঙ দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে।
জানা গিয়েছে, গত শনিবার বিকালে দুই বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই বচসার সৃষ্টি হয়। সেই ঘটনার পর রহমতুল্লা ও তার পরিবারের লোকজন এসে অন্তঃসত্ত্বার বাড়িতে চড়াও হন। তার শাশুড়িকে মারধর করে। সেসময় ছাড়াতে গেলে অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধর করে তৃণমূল নেতাকর্মীরা ও তার পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। বর্তমানে ওই অন্তঃসত্ত্বা মহিলা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা রয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অন্তঃসত্ত্বার মহিলার স্বামী আলিমুদ্দিন জানিয়েছেন, “আমাদের উপর হামেশাই অত্যাচার করা হচ্ছে। আমরা কেবলমাত্র বিজেপি করি বলেই আমাদের উপর এমন অত্যাচার শুরু করেছে।” অন্তঃসত্ত্বা মহিলা ও তার স্বামীর অভিযোগের আঙুল রহমতুল্লাহ, জয়দেব ও শিবাপতি নামে তিন তৃণমূলকর্মীর দিকে।