নিজস্ব প্রতিবেদন : নির্বাচন কমিশনের তরফ থেকে একুশের বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৮ দফায় ভোট গ্রহণ করা হবে। আর সেই সিদ্ধান্ত মত শুরু হয়েছে ভোটগ্রহণ। ইতিমধ্যেই চার দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। আর এই চার দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক দলগুলি পর্যালোচনায় শুরু করেছে কতগুলি আসন তারা পেতে পারে তা নিয়ে। তবে আগামী দিনে যে চার দফা নির্বাচন বাকি রয়েছে সেই চার দফা নির্বাচনে বিজেপির বিশেষ নজর রয়েছে ৩৭টি আসনের উপর।
এখনো পর্যন্ত রাজ্যে ১৩৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে, বাকি রয়েছে ১৫৯টি কেন্দ্রের ভোটগ্রহণ। অথচ বিজেপি এই ১৫৯টি আসনের মধ্যে কেন ৩৭টির উপরেই বিশেষ নজর দিচ্ছে! এর মূলে রয়েছে তপশিলি সংরক্ষণ। রাজ্যে মোট ৬৮টি আসন রয়েছে তপশিলি সংরক্ষিত। যার মধ্যে ৩১টিতে ভোট গ্রহণ হয়েছে আর বাকি রয়েছে ৩৭টি। এই ৩৭টি আসনের উপরই বিশেষ নজর রয়েছে বিজেপির বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এর পাশাপাশি রাজ্যের উপজাতি সংরক্ষিত ১৬টি আসনের মধ্যে এখনো ৬টি আসনে ভোটগ্রহণ বাকি রয়েছে। যেগুলির দিকে বিশেষ নজর রয়েছে বিজেপির।
অন্যদিকে যে ৩৭টি আসনের উপর বিজেপির বিশেষ নজর রয়েছে সেই ৩৭টি আসনের মধ্যে গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী ২১টি আসনেই এগিয়ে ছিল বিজেপি। আর বাকি ১৬টি আসনের মধ্যে ১৫টিতে এগিয়ে ছিল শাসকদল তৃণমূল এবং একটিতে এগিয়ে ছিল কংগ্রেস। আবার তপশিলি উপজাতি সংরক্ষিত যে ৬টি আসনে ভোট বাকি রয়েছে সেই ৬টি আসনের মধ্যে গত লোকসভা নির্বাচনে পাঁচটিতেই এগিয়ে ছিলো বিজেপি মাত্র একটিতে এগিয়ে তৃণমূল।
৩৭টি আসনের তালিকা
[aaroporuntag]
দুবরাজপুর, নানুর, সাঁইথিয়া, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া নকশালবাড়ি, হেমতাবাদ, কুশমণ্ডি, গঙ্গারামপুর, গাজোল, মালদহ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, গোসাবা, খণ্ডঘোষ, রায়না, জামালপুর, কালনা, বর্ধমান উত্তর, আউশগ্রাম এবং গলসি।