‘বিজেপি বাংলায় ৩০ পেরোবে না’, ভবিষ্যদ্বাণী অনুব্রত মণ্ডলের

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার লাভপুরে জনসভা থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আক্রমণের কেন্দ্রবিন্দু হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্র সরকার। ব্যাঙ্ক ঋণের টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া থেকে শুরু করে বাজেট, একাধিক ইস্যুতে তিনি কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। এমনকি আক্রমণের ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য লক্ষ্য করা যায়। পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দেন, ‘এখন এই অবস্থায় বাংলায় বিজেপি ৩০ পেরোবে না।’

প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, “১৪০০০ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তুমি বললে আমি নিয়ে আসবো। তাকে তো ধরে আনতে পারলে না। তোমার লজ্জা লাগেনা নরেন্দ্র মোদি?” এর পরেই তার মুখ থেকে শোনা যায় একাধিক বিতর্কিত মন্তব্য।

পাশাপাশি তিনি বলেন, “তুমি ভারতবর্ষটাকে এইভাবে শেষ করছো। ভারতবর্ষে অন্ধকার নামে আনছো। যে ভারতবর্ষকে গোটা বিদেশ সোনার ভারতবর্ষ বলতো। জিডিপির হার কত? আজকে আমাদের চেয়ে বাংলাদেশের টাকার দাম বেশি। আমাদের চেয়ে নেপালের টাকার দাম বেশি। আমাদের চেয়ে ভুটানের টাকার দাম বেশি। আমাদের চেয়ে পাকিস্তানের টাকার দাম বেশি। তোমার লজ্জা লাগেনা।”

অন্যদিকে বাজেটে বাংলা রাস্তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা প্রসঙ্গ উঠলে অনুব্রত মণ্ডল বলেন, ‘ওই রাস্তা আগেই মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছে।’ তবে এখানেই শেষ নয়। এরপর তিনি বলে ওঠেন, “মূর্খের স্বর্গে বাস করছে। ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা দিয়েছে গোটা ভারতবর্ষে। এটা ছেলে খেলামো নয়। ২৫ হাজার কোটি টাকা দিয়েছে বেঙ্গলকে। ৬০ হাজার কোটি টাকা দিয়েছে কেরলকে। তামিলনাড়ুকে দিয়েছে ২৫ কোটি। কত হলো ভাই? কত থাকে পুঁজি? আসামকে দিয়েছে ১৫ কোটি। আর বাকি সব রাজ্য লেবু চুষবে, না আঙুল চুষবে? এটা কোন বাজেট হলো?”

অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে এই প্রশ্ন উঠলেই অনুব্রত মণ্ডল ভবিষ্যদ্বাণী করে জানান, “এখন ৩০ পেরোবে না। ৩০ পেরোবে না বাংলায়। মিলিয়ে নেবেন। আমিও থাকবো আপনিও থাকবেন। বাংলার মানুষকে এত বোকা যে এই ননসেন্স দলটাকে নিয়ে আসবে। যে দলের কোনো বুদ্ধি নাই, যে দল মানুষের সঙ্গে থাকে না।”

পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ১ কোটি নতুন কানেকশন দেওয়ার যে ঘোষণা করা হয়েছে বাজেটে তাকেও কটাক্ষ করে বলেন, “গ্যাসের দাম বাড়িয়ে কানেকশন দিচ্ছে।”