নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ দিন কয়েক আগেই ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী থেকেছে। যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনা হলো, একসঙ্গে প্রায় ২৬ হাজার চাকুরীজীবীর চাকরি হারানো। কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর কর্মী থেকে শিক্ষক শিক্ষিকারা এক কলমে চাকরি হারান। এই ঘটনায় অনেকেই হতাশ হয়ে পড়েন।
হতাশ হয়ে পড়েন সেই সকল চাকুরীজীবীরা যারা যোগ্য। তবে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেলে একের পর এক অসঙ্গতি থাকার কারণে কলকাতা হাইকোর্ট এমন নির্দেশ দিতে বাধ্য হয়। যে ঘটনার পর এই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে, তবে সুরাহা হয়নি। আর সুরাহা না হওয়ার কারণে যোগ্য চাকরিপ্রার্থীদের অনেকেই হতাশায় ভুগছেন। তবে এবার তাদের চিন্তার দিন শেষ হতে চলেছে।
কেননা দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সকল যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতিতে জানিয়েছিলেন, যারা যোগ্য, অথচ চাকরিহারা তাদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপির তরফ থেকে সমস্ত রকম আইনি সহযোগিতা করা হবে। আর সেই প্রধানমন্ত্রীর ঘোষণা নতুন এবার বঙ্গ বিজেপির তরফ থেকে লিগ্যাল সেল গঠন করা হলো। যে লিগ্যাল সেলে ৬ জন আইনজীবী রয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Arjun Singh: ৮২ পাতার হলফনামায় অর্ধেকের বেশি কেস! জানেন কত টাকার মালিক অর্জুন সিং
বিজেপি সূত্রে জানা গিয়েছে, যোগ্য অথচ চাকরিহারা এমন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য যে লিগ্যাল সেল গঠন করা হয়েছে তাতে রয়েছেন লোকনাথ চট্টোপাধ্যায়, সহস্রাংশু ভট্টাচার্য, সুকান্ত চক্রবর্তী, তিলক মিত্র, কৌস্তুভ দাস ও রাহুল সরকারের মতো আইনজীবীরা। শুধু তাই নয়, এর পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য আগামী বুধবার একটি পোর্টাল খোলা হবে। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা।
নতুন এই পোর্টালের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য জানিয়েছেন, “আগামী বুধবার থেকে নতুন একটি পোর্টাল চালু করা হচ্ছে। যে পোর্টালে যোগ্য অথচ চাকরি চলে গিয়েছে এমন চাকরিহারারা রেজিস্টার করতে পারবেন। এক্ষেত্রে তাদের আইনি সহায়তা থেকে শুরু করে মামলা চালানোর জন্য খরচ দেওয়া হবে। বিজেপির যে লিগ্যাল সেল রয়েছে তাদের থেকে ছয় জনকে বেছে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা সমস্ত রকম সহযোগিতা করবে।”