হিমাদ্রি মন্ডল : ‘দিদি যেভাবে প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি লিখে লিখে বলছেন তাতেই নিশ্চিত তৃণমূল সরকার যাচ্ছে’, সিউড়িতে এসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই ভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন। তার দাবি, ‘তৃণমূল যাচ্ছে, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে।’
মঙ্গলবার বীরভূমের ৪ বিধানসভা কেন্দ্র সিউড়ি, দুবরাজপুর, ময়ূরেশ্বর এবং সাঁইথিয়ার বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে উপলক্ষ করে সিউড়িতে পা রাখেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি প্রথমে কপ্টারে সিউড়ি বেনীমাধব স্কুল ময়দানে অবতরণ করেন এবং তারপর রোড শোয়ের মধ্য দিয়ে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জেলাশাসকের দপ্তরে দিকে রওনা। রওনা দেওয়ার আগে বেণীমাধব মোড়ে কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ছোট করে বক্তব্য পেশ করেন। সেখানেই তিনি কর্মী-সমর্থকদের সামনে দাবি করেন, ‘বাংলা থেকে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।’
এর পাশাপাশি এদিন তার বক্তব্যে উঠে আসে বিগত পঞ্চায়েত নির্বাচনের পরিবেশ। তিনি বলেন, “বিগত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের তৃণমূল গুন্ডারা যেভাবে সাধারণ মানুষকে নিজেদের সাংবিধানিক অধিকার ভোটদান থেকে বিরত করেছিল তা আর এবার হবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।”
[aaroporuntag]
পাশাপাশি এদিন দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেড়া গ্রামের এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “যারা আমাদের কর্মীদের রক্ত নিয়ে খেলা করছে তারা সবাই শ্রীঘরে যাবেন বিজেপি সরকারে আসার পর।”